ফাইনালে পিএসজি, ইউসিএল স্বপ্নভঙ্গ আর্সেনালের

ইউরোপীয় ক্লাসিকোতে আগের রাতে মাঠে নেমেছিল বার্সেলোনা ও ইন্টার মিলান। উত্তেজনার রেশ থাকতেই পরদিন (৭ মে) প্যারিসে অনুষ্ঠিত হলো আরেক সেমিফাইনাল। তবে ‘ম্যাড়মেড়ে’ বলা যাবে না—কারণ দ্বিতীয় লেগেও নিজেদের শ্রেষ্ঠত্ব দেখিয়েছে পিএসজি। আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রেখেছে ফরাসি জায়ান্টরা।

প্রথম লেগে আর্সেনালের মাঠে ১-০ ব্যবধানে জয়ের পর ফিরতি লেগে শুধু ড্র করলেই চলত পিএসজির। কিন্তু তারা আরও এক ধাপ এগিয়ে ২৭ মিনিটেই ফ্যাবিয়ান রুইজের দুর্দান্ত গোলের মাধ্যমে এগিয়ে যায়। ম্যাচের দ্বিতীয়ার্ধে হাকিমির গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। শেষদিকে সাকা এক গোল করে ব্যবধান কমান বটে, কিন্তু তা হার এড়াতে যথেষ্ট হয়নি।

ম্যাচের শুরুতে আর্সেনাল আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলরক্ষক দোন্নারুমার দৃঢ়তায় লক্ষ্যভেদ সম্ভব হয়নি। যদিও বল দখলে পিছিয়ে ছিল পিএসজি, কিন্তু সুযোগ তৈরি এবং গোলের ক্ষেত্রে তারা ছিল নিখুঁত। রুইজের বাম পায়ের দারুণ শটে এগিয়ে যাওয়ার পর প্রতিরোধ গড়েছিল হাকিমি ও মেন্দেসের মতো রক্ষণভাগের সৈনিকরা।

৬৪ মিনিটে সাকার দারুণ শট ফেরান দোন্নারুমা। এরপর ভিএআরের মাধ্যমে পিএসজি পেনাল্টি পেলেও ভিতিনহার দুর্বল শট রক্ষা করেন ডি রায়া। তবে এর তিন মিনিট পর হাকিমি নিজের প্রথম গোলটি করে ব্যবধান বাড়ান। সাকার গোল এবং পরের একটি সুযোগ নষ্ট—এই দুটির বাইরে আর্সেনাল আর ম্যাচে ফিরতে পারেনি।

২০২০ সালে প্রথমবার ইউসিএল ফাইনালে উঠে বায়ার্ন মিউনিখের কাছে হারে পিএসজি। এবার তাদের সামনে দ্বিতীয়বার সেই মঞ্চে ইতিহাস পাল্টানোর সুযোগ। ফাইনালে ১ জুন তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান।

এসএস

Share this news on: