দক্ষিণে নতুন ব্লকবাস্টার জুটি, শ্রীলীলা কি পেড্ডি-তে নিশ্চিত?

পুষ্পা ২-এর পর এবার রাম চরণের পেড্ডি! দক্ষিণী পর্দায় ফের ভাইরাল হতে আসছেন শ্রীলীলা?

দক্ষিণী ছবির রাইজিং সেনসেশন শ্রীলীলা এবার যোগ দিতে চলেছেন রাম চরণের বহুল প্রতীক্ষিত সিনেমা পেড্ডি-তে—তাও একটি হাই-ভোল্টেজ আইটেম ডান্সের মাধ্যমে। শোনা যাচ্ছে, ‘পুষ্পা ২’-এর 'কিসসিক' গানের পর এবার ‘পেড্ডি’-তে তাঁর উপস্থিতিও হতে পারে এক ভাইরাল টার্নিং পয়েন্ট।

পরিচালক বুচি বাবু সানা নাকি এই বিশেষ গানে শ্রীলীলাকেই চাইছেন, এমনটাই দাবি একাধিক সূত্রের। জানা গেছে, তাঁকে ডাবল পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছে এবং পুরো শিডিউল আপাতত আটকে আছে তাঁর চূড়ান্ত সম্মতির অপেক্ষায়।

বর্তমানে 'গেম চেঞ্জার' ঘিরে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া থাকায়, পেড্ডি-র জন্য শ্রীলীলার এই সংযুক্তি হতে পারে এক কার্যকর গ্ল্যামার ইনফিউশন। ছবিটি একটি ক্রিকেট-ভিত্তিক পিরিয়ড ড্রামা, যার পরিচালনায় রয়েছেন উপ্পেনা খ্যাত বুচি বাবু সানা। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এ.আর. রহমান, যিনি ছবির জন্য একটি বড় ক্যানভাসে মাস অ্যান্থেম তৈরি করছেন।

মূল কাস্টে আছেন রাম চরণ, জানভি কাপুর, শিবরাজকুমার ও জগপতী বাবু। প্রযোজনায় রয়েছে মাইথ্রি মুভি মেকার্স, সুখুমার রাইটিংস ও বৃদ্ধি সিনেমাস।

যদি শ্রীলীলার চুক্তি চূড়ান্ত হয়, তাহলে এ.আর. রহমানের সময়সূচির সঙ্গে মিলিয়ে এই স্পেশাল ডান্স নম্বরের শুটিং শুরু হবে খুব দ্রুত। আপাতত তিনি ব্যস্ত কার্তিক আরিয়ানের বিপরীতে তাঁর প্রথম হিন্দি ছবির কাজ নিয়ে।

শ্রীলীলার উপস্থিতি পেড্ডি-তে এনে দিতে পারে বহুপ্রত্যাশিত সেই বাণিজ্যিক ঝলক, যা ছবিটিকে পৌঁছে দিতে পারে দক্ষিণী ইন্ডাস্ট্রির পরবর্তী ব্লকবাস্টারের কাতারে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
স্ত্রীর বিদেশ গমনে বাধা, যা বলছেন আন্দালিব পার্থ May 13, 2025
img
আমরা কেন প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে পারব না : রিজওয়ানা May 13, 2025
img
স্টোরিতে পাকিস্তানি গান, তীব্র কটাক্ষের মুখে কঙ্গনা May 13, 2025
img
অনু মালিককে ‘পাগল’ বললেন অভিজিৎ May 13, 2025
img
জাতীয় স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না : আশিক চৌধুরী May 13, 2025
img
বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশার উৎপাদন ওয়ার্কশপ-চার্জিং পয়েন্ট May 13, 2025
img
যুদ্ধের জন্য অবসর ঘোষণা পিছিয়ে দিতে বলা হয় কোহলিকে! May 13, 2025
img
ফাইনালের টিকিট পেয়ে হামজা বললেন, ‘দেখা হবে ওয়েম্বলিতে’ May 13, 2025
img
‘বাংলাদেশ-ভারতে ২৪ থেকে ২৬ মে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় শক্তি’ May 13, 2025
বদলি হজ কে করতে পারবে | ইসলামিক জ্ঞান May 13, 2025