জবাব না দিলে ভারত কাপুরুষ প্রমাণিত হতো: টোটা রায় চৌধুরী

ভারতের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ নাগরিকদের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া। তবে অভিনেতা টোটা রায় চৌধুরী স্পষ্টভাবে এই প্রত্যাঘাতকে সমর্থন জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, টোটার মতে, দেশের প্রতি দায়বদ্ধতা ও আত্মসম্মানের জায়গা থেকেই এই পদক্ষেপ ছিল অত্যন্ত প্রয়োজনীয়।

টোটা বলেন, ‘এ ধরনের হামলার জবাব না দিলে বিশ্বের চোখে ভারত কাপুরুষ প্রমাণিত হতো।

মাথা নত করে বাঁচার চেয়ে মাথা উঁচু করে মৃত্যুবরণ করা অনেক সম্মানের। আমি স্বাধীনতাসংগ্রামীর নাতি। আমার রক্তেই আছে দেশের জন্য দাঁড়ানোর সাহস। আজ আমি গর্বিত— আমার দেশ যোগ্য জবাব দিয়েছে।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাম এলাকায় নিরীহ ২৬ জন পর্যটকের ওপর হামলা চালানো হয়। বিষয়টির প্রসঙ্গে টোটা বলেন, ‘এটি একেবারে পরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত হত্যা।

যেমনটা হয়েছিল ২৬/১১-তে মুম্বইয়ের তাজ হোটেলে। একেই আবার পুনরাবৃত্তি করা হয়েছে।

তিনি সাধারণ মানুষের প্রসঙ্গ টেনে বলেন, ‘যুদ্ধ হলে সাধারণ মানুষই ভুক্তভোগী হয়। যারা এই ষড়যন্ত্র করে তারা তো সামনে আসে না, আড়াল থেকেই খেলে যায়। কিন্তু তাতে কি আমরা চুপ করে বসে থাকব?’— প্রশ্ন করেন টোটা। তার বক্তব্য, “যদি কেউ আমাদের দেশে ঢুকে এমন নারকীয় কাণ্ড ঘটায়, তাহলে আমাদেরও উচিত উপযুক্ত জবাব দেওয়া। তা না হলে কেবল সাধারণ মানুষের রক্ত ঝরবে, তা-ও নীরবে।

যেকোনো দেশপ্রেমিক ও ন্যায়ের পক্ষে থাকা মানুষ ‘অপারেশন সিঁদুর’-এর পাশে থাকবেন। এই জবাব শুধু প্রতিশোধ নয়, আত্মরক্ষাও।”

 ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে ভারত কাশ্মীর হামলার জন্য দায়ী সন্ত্রাসবাদীদের লক্ষ্য করে সীমান্তে কড়া জবাব দিয়েছে বলে সরকারি সূত্রের দাবি। যদিও এ নিয়ে আন্তর্জাতিক মহলে রয়েছে নানা প্রতিক্রিয়া। পাকিস্তানভিত্তিক কিছু শিল্পী ও ব্যক্তিত্ব এই অভিযানের সমালোচনা করলেও ভারতে তার প্রতিবাদ হচ্ছে জোরালোভাবে।

আরএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩, আহত ৫ May 08, 2025
img
বলি-নায়কদের সঙ্গে প্রেম প্রসঙ্গে সাফ উত্তর সোনালি বেন্দ্রের May 08, 2025
img
সেনাপ্রধানের সঙ্গে সৌদি দূতাবাসের নবনিযুক্ত মিলিটারি অ্যাটাশের সৌজন্য সাক্ষাৎ May 08, 2025
img
অভিমান করে বাড়ি ছেড়েছেন শামীমের স্ত্রী May 08, 2025
img
ভারতে নিষিদ্ধ পাকিস্তানের ছবি ও সিরিজ May 08, 2025
img
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট মিলবে ২১-২৭ মে পর্যন্ত May 08, 2025
img
পাকিস্তানের পালটা হামলার আশঙ্কায় ব্ল্যাকআউটে ভারত May 08, 2025
img
‘মাহফুজ-আসিফ আ. লীগ নিষিদ্ধ চান, কিন্তু কারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন’ May 08, 2025
img
হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশ May 08, 2025
img
তরুণ ভোটারদের টানতে বিএনপির ৩ সংগঠনের সেমিনার-সমাবেশ May 08, 2025