ভারতের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ নাগরিকদের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া। তবে অভিনেতা টোটা রায় চৌধুরী স্পষ্টভাবে এই প্রত্যাঘাতকে সমর্থন জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, টোটার মতে, দেশের প্রতি দায়বদ্ধতা ও আত্মসম্মানের জায়গা থেকেই এই পদক্ষেপ ছিল অত্যন্ত প্রয়োজনীয়।
টোটা বলেন, ‘এ ধরনের হামলার জবাব না দিলে বিশ্বের চোখে ভারত কাপুরুষ প্রমাণিত হতো।
মাথা নত করে বাঁচার চেয়ে মাথা উঁচু করে মৃত্যুবরণ করা অনেক সম্মানের। আমি স্বাধীনতাসংগ্রামীর নাতি। আমার রক্তেই আছে দেশের জন্য দাঁড়ানোর সাহস। আজ আমি গর্বিত— আমার দেশ যোগ্য জবাব দিয়েছে।’
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাম এলাকায় নিরীহ ২৬ জন পর্যটকের ওপর হামলা চালানো হয়। বিষয়টির প্রসঙ্গে টোটা বলেন, ‘এটি একেবারে পরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত হত্যা।
যেমনটা হয়েছিল ২৬/১১-তে মুম্বইয়ের তাজ হোটেলে। একেই আবার পুনরাবৃত্তি করা হয়েছে।’
তিনি সাধারণ মানুষের প্রসঙ্গ টেনে বলেন, ‘যুদ্ধ হলে সাধারণ মানুষই ভুক্তভোগী হয়। যারা এই ষড়যন্ত্র করে তারা তো সামনে আসে না, আড়াল থেকেই খেলে যায়। কিন্তু তাতে কি আমরা চুপ করে বসে থাকব?’— প্রশ্ন করেন টোটা। তার বক্তব্য, “যদি কেউ আমাদের দেশে ঢুকে এমন নারকীয় কাণ্ড ঘটায়, তাহলে আমাদেরও উচিত উপযুক্ত জবাব দেওয়া। তা না হলে কেবল সাধারণ মানুষের রক্ত ঝরবে, তা-ও নীরবে।
যেকোনো দেশপ্রেমিক ও ন্যায়ের পক্ষে থাকা মানুষ ‘অপারেশন সিঁদুর’-এর পাশে থাকবেন। এই জবাব শুধু প্রতিশোধ নয়, আত্মরক্ষাও।”
‘অপারেশন সিঁদুর’ চালিয়ে ভারত কাশ্মীর হামলার জন্য দায়ী সন্ত্রাসবাদীদের লক্ষ্য করে সীমান্তে কড়া জবাব দিয়েছে বলে সরকারি সূত্রের দাবি। যদিও এ নিয়ে আন্তর্জাতিক মহলে রয়েছে নানা প্রতিক্রিয়া। পাকিস্তানভিত্তিক কিছু শিল্পী ও ব্যক্তিত্ব এই অভিযানের সমালোচনা করলেও ভারতে তার প্রতিবাদ হচ্ছে জোরালোভাবে।
আরএম/টিএ