ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা, নিহত ৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে চারজন নিহতের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরো পাঁচজন। মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।

তবে নিহতের তাৎক্ষণিক পরিচয় জানাতে পারেনি পুলিশ।

হাসারা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিরাজদিখানের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সটির চাকা ফেটে যায়।

এ সময় মহাসড়কের পাশে থেমে অ্যাম্বুলেন্সটির চাকা সংস্কার করার সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয় এবং দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সটির আরোহীদের চাপা দেয়।

এসএন 

Share this news on:

সর্বশেষ