সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাকি শুধু বাংলাদেশের জার্সি গায়ে ম্যাচে নামার। সামিত সোমের খেলা দেখার অপেক্ষা আছে পুরো বাংলাদেশ। অবশ্য শুধু বাংলাদেশের দর্শক-সমর্থকরাই নন, মুখিয়ে আছেন তিনিও।
নিজের মুখিয়ে থাকার বিষয়টা আজ এক ভিডিও বার্তায় জানিয়েছেন খোদ সামিতই। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় ২৭ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন, ‘হ্যালো, আমি সামিত সোম। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের জার্সি গায়ে চড়াতে মুখিয়ে আছি। আমাকে সমর্থনের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গে প্রক্রিয়াটা সম্পন্ন করতে যারা কাজ করেছেন তাদেরকেও ধন্যবাদ।’
বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করার পরেই দ্রুত সময়ের মধ্যে সকল ধাপ পেরিয়েছেন সামিত। জন্মনিবন্ধন, কানাডা ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র ও বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার পর গত ৬ মে বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদনও পান তিনি। কানাডায় বেড়ে ওঠা সামিতের মা-বাবা দুজনই বাংলাদেশি।
বাংলাদেশের হয়ে আগামী ১০ জুন অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে সামিতের। ঘরের মাঠে সেদিন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা। তবে লাল-সবুজের জার্সি চড়ানোর আগেই কানাডার হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। ২০২০ সালে কানাডার হয়ে দুটি ম্যাচ খেলেছেন তিনি। এরপর আর অবশ্য খেলার সুযোগ পাননি।
এবার বাংলাদেশের হয়ে ক্যারিয়ার গড়ার পালা তার। বর্তমানে কানাডা প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসির হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি।
আরআর/এসএন