আংশিক দাবি পূরণ হয়েছে, আ. লীগের বিচার ত্বরান্বিত করুন- ডা. শফিকুর রহমান

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলছেন, জুলাইয়ের বিপ্লবীদের আংশিক দাবি পূরণ হয়েছে। আওয়ামী লীগের বিচার ত্বরান্বিত করুন।

শনিবার (১০ মে) রাত সাড়ে ১২টায় রাজধানীর মগবাজার মোড়ে আয়োজিত এক শোকরানা নামাজ ও সমাবেশে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, আমরা ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই। জুলাইকে আমরা হারিয়ে যেতে দেব না, বুকে ধারণ করে এগিয়ে যাব। ধাপে ধাপে জুলাই বিপ্লবীদের সব দাবি পূরণ করা হবে। আজ আলহামদুলিল্লাহ তাদের আংশিক দাবি পূরণ হয়েছে।

সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমরা সবাই মিলে তাদের ক্ষমতায় বসিয়েছি। তারা আমাদেরই সরকার। আওয়ামী লীগের বিচার ত্বরান্বিত করে জাতিকে সম্মানিতে করুন। জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার কারো চোখ রাঙ্গানিকে পরোয়ানা না করে জনদাবির প্রতি সম্মান রেখে জুলাই আন্দোলনের সব ন্যায্য দাবি পূরণ করতে হবে।

ডা. শফিকুর বলেন, আমরা বলছি না যে, সবাইকে ফাঁসি দিতে হবে। আমরা ন্যায়বিচার চাই। যারা অপরাধী তাদের ফাঁসি দিতে হবে। কোনো অবিচার যেন না হয়। দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ সরকারের দিকে চেয়ে আছে। তাই ডানে বামে তাকানোর সুযোগ নেই। সরকারকে সামনে চলতে হবে। সোজা পথে চলতে হবে। কোনো অন্যায়ের সঙ্গে আপস করলে জাতি ক্ষমা করবে না। কোনো ধামাচাপা দেওয়ার কূটকৌশল করলে জাতি মানবে না। জুলাই বিপ্লবের মতো প্রয়োজনে জাতি আবার রাস্তায় নেমে আসবে।

ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, কামাল হোসেন, ড.আব্দুল মান্নান।

এর আগে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের পর মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে বিশাল মিছিল নিয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হয়।

আরআর 

Share this news on:

সর্বশেষ

img
কোন ক্রেডিটবাজি হবে না, ক্রেডিট একমাত্র জুলাইয়ের আহত ও শহীদদের : হাসনাত May 11, 2025
img
অ্যাপল ওয়াচের বিক্রি কমে গেছে May 11, 2025
img
ভারত-পাকিস্তান উত্তেজনায় আলোচনায় দুই মুসলিম নারী সেনার বীরত্ব May 11, 2025
img
পাকিস্তান সিরিজ নিয়ে সুখবর দিলেন বিসিবি সভাপতি May 11, 2025
img
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার May 11, 2025
img
টেকনাফে পাচারকারীদের পাচারচক্রের আস্তানা থেকে ১৪ জন উদ্ধার May 11, 2025
img
অনলাইনেও বন্ধ হচ্ছে আ. লীগের কার্যক্রম, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি May 11, 2025
img
সংবাদ সম্মেলনে ডিআইজি রেজাউল করিম মল্লিক May 11, 2025
img
ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি, চীনের পরিষ্কার বার্তা May 11, 2025
img
যুদ্ধবিরতির পর পাকিস্তানে ‘ধন্যবাদ দিবস’ পালন May 11, 2025