সাজাভোগ শেষে ভারতীয় নাগরিককে হস্তান্তর

বাংলাদেশের রাজশাহী কারাগারে সাজাভোগ শেষে আরসালন হোসেন নামে এক ভারতীয় নাগরিককে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে হস্তান্তর করা হয়েছে।

রোববার (১১ মে) সকালে সোনামসজিদ সীমান্ত দিয়ে তাকে হস্তান্তর করা হয়।


চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরসালন হোসেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ের ডাক্তার জাকির হোসাইন বস্তির মৃত হামিদ হোসাইনের ছেলে।

ইমিগ্রেশন পুলিশ ও কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের ২৯ নভেম্বর আরসালন হোসেনকে প্রবেশ নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার করে রাজশাহীর রাজপাড়া থানা পুলিশ। পরবর্তীতে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাভোগের পর দুই দেশের দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন শেষে আরসালন হোসেনকে ভারতে হস্তান্তরের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার তাকে দুই দেশের ইমিগ্রেশন পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে হস্তান্তর করা হয়।

টিএ/

Share this news on:

সর্বশেষ