সবকিছু বদলে গেছে, স্কুল-বিমানবন্দর-আকাশসীমা সব বন্ধ, নেই পর্যটকও

কাশ্মির ইস্যু আবারও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে সক্ষম হয়েছে পাকিস্তান। এমনটাই জানিয়েছেন ভারত-শাসিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেছেন, কাশ্মিরে সবকিছু বদলে গেছে, রক্তপাত, দুর্দশা, অস্থিরতা সব চলছে।

তার আক্ষেপ, উপত্যকায় স্কুল-বিমানবন্দর ও আকাশসীমা সবই বন্ধ রয়েছে এবং কোনও পর্যটকও নেই। সোমবার (১২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, পেহেলগামে সন্ত্রাসী হামলার ফলে রাজ্যের অর্থনীতি ও কূটনৈতিক পরিস্থিতিতে যে অগ্রগতি হয়েছিল, তা একেবারে ভেঙে পড়েছে। দীর্ঘ সময় পর পর্যটন ঘুরে দাঁড়াতে শুরু করেছিল, কিন্তু এই হামলার কারণে তা আবার থেমে গেছে।

একইসঙ্গে পাকিস্তান কাশ্মির ইস্যুটিকে আন্তর্জাতিক মহলে ফের তুলে ধরতে সক্ষম হয়েছে। এনডিটিভিকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ওমর আবদুল্লাহ বলেন, “আমরা এমন এক জায়গায় পৌঁছে গেছি, যেটা আশা করিনি। এই মুহূর্তে রক্তপাত, দুর্দশা, অস্থিরতা সব চলছে। সবকিছু বদলে গেছে, আবার কিছুই বদলায়নি।”

তিনি বলেন, এই সময়ে কাশ্মিরে পর্যটকে ভরে থাকার কথা ছিল, অর্থনীতি চাঙা থাকার কথা ছিল, স্কুলে পড়াশোনা চলার কথা ছিল, বিমানবন্দরে প্রতিদিন ৫০-৬০টি ফ্লাইট ওঠানামা করার কথা ছিল। কিন্তু বাস্তবতা হল—পর্যটক নেই, স্কুল বন্ধ, বিমানবন্দর বন্ধ, আকাশসীমা বন্ধ।

তিনি বলেন, “আমি যখন বলি কিছুই বদলায়নি, তখন সেটা পাকিস্তানকে ঘিরেই বলি। পাকিস্তান আবার পরিকল্পিতভাবে কাশ্মির ইস্যুকে আন্তর্জাতিক মহলে তোলার সুযোগ পেয়েছে”। যুক্তরাষ্ট্রের নাম করে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র এখন যেন মধ্যস্থতার ভূমিকা নিতে আগ্রহী হয়ে উঠেছে।”

তিনি আরও বলেন, “ভারত-পাকিস্তানের সম্পর্ক যতই জটিল হোক, এতদিন ধরে যুদ্ধবিরতি ছিল। কিন্তু এখন তা পুরোপুরি ভেঙে পড়েছে। আজ রাতেই কী হয়, তা দেখার অপেক্ষা।”

তিনি মনে করিয়ে দেন, মাত্র তিন সপ্তাহ আগেও পেহেলগাম ছিল জমজমাট পর্যটনকেন্দ্র। কিন্তু ২২ এপ্রিল সেখানে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। সেদিন বন্দুকধারীরা ২৬ জনকে গুলি করে হত্যা করে। নিহতদের মধ্যে ২৫ জন ছিলেন পর্যটক আর একজন ছিলেন স্থানীয় ঘোড়াওয়ালা।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ভাগ্যিস সে ছিল, নাহলে মেয়ের বিয়ে দিতে পারতাম না : অনুরাগ কাশ্যপ May 12, 2025
img
ক্লাসিকো জয়ের পরদিনই বার্সেলোনার জন্য বড় সুখবর May 12, 2025
img
নির্বাচন নিয়ে টালবাহানা বিএনপি মেনে নেবে না : নার্গিস বেগম May 12, 2025
সুপারকম্পিউটার বলে দিলো পৃথিবীতে প্রাণের অবসান কবে হবে May 12, 2025
নিয়ন্ত্রণহীন অটোরিকশা উৎপাদন হচ্ছে কোথায়? May 12, 2025
img
ব্যাপক পরিসরে শুল্ক কমাতে একমত চীন-যুক্তরাষ্ট্র May 12, 2025
img
পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করা হবে না, মোদির বার্তা May 12, 2025
img
আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান, প্রতিবাদে বিক্ষোভ May 12, 2025
img
প্রজ্ঞাপনের পর আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে ইসির বৈঠক May 12, 2025
প্রিন্স মামুনের লাথিতে গর্ভপাতের অভিযোগ লায়লার May 12, 2025