নতুন মৌসুম থেকেই জাবি আলোনসো রিয়াল মাদ্রিদের কোচ হবেন—এমনটাই শোনা যাচ্ছিল। ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। তবে সেই প্রত্যাশিত ঘটনাতেই এখন এসেছে নাটকীয় মোড়। নতুন মৌসুম নয়, আসন্ন ক্লাব বিশ্বকাপ থেকেই রিয়াল মাদ্রিদের ডাগআউটে দেখা যাবে জাবি আলোনসোকে।
সাবেক স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার আলোনসোকে তিন বছরের জন্য কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রিয়াল। দলবদলের নির্ভরযোগ্য সূত্র ফ্যাব্রিজিও রোমানো তার বিখ্যাত ‘হিয়ার উই গো’ টুইটের মাধ্যমে নিশ্চিত করেছেন খবরটি। একই সঙ্গে স্পেনের একাধিক সংবাদমাধ্যমও রোমানোর তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
নতুন মৌসুম সামনে রেখে ব্যস্ত সময় পার করছে রিয়াল মাদ্রিদ। সেই ব্যস্ততা এবার বাড়ল জাবি আলোনসোকে অন্তর্ভুক্ত করে। এর আগে ইংলিশ ক্লাব লিভারপুল থেকে রাইটব্যাক ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে দলে ভেড়ায় লস ব্লাঙ্কোসরা।