বিএসএফের রেখে যাওয়া ৮১ জনকে নেওয়া হয়েছে শ্যামনগর থানায়

সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঠেলে পাঠানো তিন ভারতীয় নাগরিকসহ মোট ৮১ জনকে মোংলা কোস্টগার্ডের পক্ষ থেকে শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিবার (১১ মে) রাত ১১টার দিকে কোস্টগার্ডের চিফ পেটি অফিসার মো. মশিউর রহমানের নেতৃত্বে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গত শুক্রবার বিকেলে বিএসএফ ও ভারতীয় কোস্টগার্ড যৌথভাবে একটি নৌপথে তাদের সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ঠেলে দেয়। পরবর্তীতে বন বিভাগের টহল ফাঁড়ির সদস্যরা তাদের উদ্ধার করেন।

উদ্ধারকৃতদের মধ্যে তিনজন ভারতীয় নাগরিক রয়েছেন—গুজরাটের বাসিন্দা মুন্না সাহার ছেলে হাসান সাহা, সোয়েল শেখের ছেলে সাইফুল শেখ এবং খালিদ শেখের ছেলে আব্দুর রহমান শেখ। তারা জানিয়েছেন, বিএসএফ তাদের শারীরিকভাবে নির্যাতন করেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্যা জানান, মোংলা কোস্টগার্ড ৮১ জনকে থানায় হস্তান্তর করেছে। এর মধ্যে ৭৮ জনের বাড়ি নড়াইল জেলায় বলে জানা গেছে। যাচাই-বাছাই শেষে তাদের সনদপত্র অনুযায়ী নিজ নিজ এলাকায় পাঠানো হবে। অন্যদিকে, তিন ভারতীয় নাগরিককে পাসপোর্ট আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জিজ্ঞাসাবাদে বাংলাদেশি দাবি করা ব্যক্তিরা জানিয়েছেন, জীবিকার তাগিদে তারা দালালচক্রের সহায়তায় সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সীমান্ত দিয়ে গবাদিপশু ঢুকলে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা May 12, 2025
img
মালদ্বীপকে দেওয়া ঋণ সহায়তার মেয়াদ বাড়াল ভারত May 12, 2025
img
যুদ্ধবিরতির পর, পাক-ভারত সেনাবাহিনীর হটলাইনে আলোচনা May 12, 2025
img
ভুটানের লিগে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা, দল জিতেছে ৮-০ গোলে May 12, 2025
img
সুপরিকল্পিতভাবে পুশইন করছে বিএসএফ : বিজিবি মহাপরিচালক May 12, 2025
স্বামীর ধর্ম নিয়ে কটাক্ষ, মোক্ষম জবাব দিলেন দেবলীনা May 12, 2025
img
দেশজুড়ে শিলাবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের May 12, 2025
বাংলাদেশীদের প্রশাসনের মাধ্যমে নিজ এলাকায় প্রত্যাবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে May 12, 2025
ভোগান্তি ছাড়াই ১৬ টি জেলার মানুষ চলবে যে সড়কে May 12, 2025
img
আবশেষে আনচেলত্তিই ব্রাজিলের কোচ May 12, 2025