পাকিস্তানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির পর সোমবার ভারত ৩২টি বিমানবন্দর পুনরায় চালু করেছে। ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের পর এটিই ছিল ভারত-পাকিস্তানের মধ্যে সবচেয়ে তীব্র সংঘর্ষ, যা চলেছে চার দিনব্যাপী।
ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘অবিলম্বে এসব বিমানবন্দর বেসামরিক ফ্লাইট পরিচালনার জন্য খুলে দেওয়া হয়েছে। খুলে দেওয়া বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে কাশ্মীরের শ্রীনগর থেকে শুরু করে গুজরাটের ভুজ পর্যন্ত গুরুত্বপূর্ণ এলাকাগুলো।’
ভারত-পাকিস্তানের সংঘর্ষের সময় অমৃতসর, চণ্ডীগড়, শ্রীনগর, লুধিয়ানা, কিষেণগড়, পটীয়ালা, সিমলা, জোধপুর, বিকানের, জম্মু, পাঠানকোটসহ ৩২ টি বিমানবন্দর বন্ধ করা হয়েছিল। তবে শনিবার যুব্ধ বিরতি ঘোষণার পর দেশের অধিকাংশ বিমানবন্দরগুলো স্বাভাবিক হয়েছে।
গত সপ্তাহে ভারত-পাকিস্তানের সীমান্তে ব্যাপক গোলাগুলি ও বিমান হামলার জেরে এসব বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এ ঘটনায় আন্তর্জাতিক মহলে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কাও ছড়িয়ে পড়ে।
ভারতের শীর্ষস্থানীয় বিমানসংস্থা ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে, তারা ধাপে ধাপে বন্ধ হয়ে থাকা রুটগুলোতে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করবে।
শনিবার দুই দেশ যুদ্ধবিরতির ঘোষণা দিলেও একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছিল। তবে সোমবার উভয় দেশই জানিয়েছে, সীমান্ত এলাকা বর্তমানে শান্ত রয়েছে। এই পদক্ষেপকে উভয় দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
সূত্র : এএফপি
টিকে/এসএন