ব্রাজিল কোচ হিসেবে কত টাকা বেতন পাবেন আনচেলত্তি

ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির জন্য ব্রাজিল দলের অপেক্ষা ছিল অনেকটা দিনের। এর আগে একদফায় চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল তারা। তবে এবারে ঠিকই শেষ হাসি হেসেছে ব্রাজিল। চলতি মে মাসেই ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি। ইতালিয়ান এই কোচকে জুন মাস থেকেই পুরোদমে নিজেদের জাতীয় দলের ডাগআউটে পাবেন ভিনিসিয়ুস-রদ্রিগোরা।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এবং স্কাই ইতালিয়ার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, মে মাসের শেষ সপ্তাহ বা ২৬ মে থেকে ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি। ২০২৬ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এই ইতালিয়ান কোচ। এই চুক্তির মাধ্যমে ব্রাজিল ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে প্রথম বিদেশি কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। এর আগে কখনোই কোনো বিদেশি কোচ পূর্ণ মেয়াদে ব্রাজিলের কোচ হননি।

ব্রাজিল জাতীয় দলে সর্বশেষ বিদেশি কোচ দেখা গেছে ১৯৬৫ সালে। পাশের দেশ আর্জেন্টিনার ফিলপো নুনেজ এসেছিলেন সেলেসাওদের কোচ হয়ে। তবে তিনি ছিলেন খণ্ডকালীন মেয়াদে। সেই হিসেবে বলতে গেলে ৬০ বছর পর ব্রাজিল খেলতে নামবে এক বিদেশি কোচের অধীনে। আগামী জুন মাসে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে যাত্রা শুরু করবেন আনচেলত্তি।

আগে থেকেই বলা হচ্ছিল, জাতীয় দলের হিসেবে ইতিহাসের সবচেয়ে দামি কোচ হতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। যে কারণে ব্রাজিলে এই ইতালিয়ান কোচের বেতন ঠিক কত হয়, তা নিয়ে শুরু থেকেই ছিল নানা আগ্রহ। সেই আগ্রহের উত্তর মিটিয়েছে স্প্যানিশ গণমাধ্যম ডিয়ারিও এএস এবং ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো।

এখন পর্যন্ত প্রাপ্ত খবর বলছে, মাসিক ৮৫ হাজার ইউএস ডলারের বিনিময়ে ব্রাজিলের কোচ হতে রাজি হয়েছেন কার্লো আনচেলত্তি। বাৎসরিক পাচ্ছেন ১০ মিলিয়ন ইউএস ডলার। যা আজকের দিনে বাংলাদেশের টাকায় ১২১ কোটি ২০ লাখ ৪০ হাজার ৮৫০ টাকা। মাসিক বেতন বাংলাদেশের টাকায় হচ্ছে ১০ কোটি ৩০ লাখ ২৩ হাজার ৪৭২ টাকা।

আর এর সঙ্গে আছে বোনাসের অঙ্ক। ব্রাজিলকে ২০২৬ বিশ্বকাপ জেতাতে পারলে আনচেলত্তি বোনাস পাবেন আরও ৫ মিলিয়ন ইউএস ডলার। ক্রীড়া গণমাধ্যম ইএসপিএন জানাচ্ছে, আগের দুই কোচ তিতে এবং দোরিভাল জুনিয়রের বেতনের তুলনায় আনচেলত্তির বেতন দ্বিগুণের বেশি। ফুটবল ইতিহাসেই জাতীয় দল বিবেচনায় সবচেয়ে বড় অঙ্কের চুক্তির অন্যতম এটি।

আনচেলত্তির বর্ণিল ক্যারিয়ারে এটাই প্রথমবার কোনো দেশের জাতীয় দলের দায়িত্ব গ্রহণ। ক্লাব পর্যায়ে রয়েছে সুবিশাল অর্জন তার। ফুটবল দুনিয়ার একমাত্র কোচ হিসেবে ইউরোপের টপ ফাইভ লিগের সবকটিতেই জিতেছেন শিরোপা। সঙ্গে আছে কোচ হিসেবে ৫ চ্যাম্পিয়ন্স লিগ জেতার অনন্য কীর্তিও। 

আরএম/এসএন


Share this news on:

সর্বশেষ

img
স্ত্রীর বিদেশ গমনে বাধা, যা বলছেন আন্দালিব পার্থ May 13, 2025
img
আমরা কেন প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে পারব না : রিজওয়ানা May 13, 2025
img
স্টোরিতে পাকিস্তানি গান, তীব্র কটাক্ষের মুখে কঙ্গনা May 13, 2025
img
অনু মালিককে ‘পাগল’ বললেন অভিজিৎ May 13, 2025
img
জাতীয় স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না : আশিক চৌধুরী May 13, 2025
img
বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশার উৎপাদন ওয়ার্কশপ-চার্জিং পয়েন্ট May 13, 2025
img
যুদ্ধের জন্য অবসর ঘোষণা পিছিয়ে দিতে বলা হয় কোহলিকে! May 13, 2025
img
ফাইনালের টিকিট পেয়ে হামজা বললেন, ‘দেখা হবে ওয়েম্বলিতে’ May 13, 2025
img
‘বাংলাদেশ-ভারতে ২৪ থেকে ২৬ মে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় শক্তি’ May 13, 2025
বদলি হজ কে করতে পারবে | ইসলামিক জ্ঞান May 13, 2025