আগামী ১৫ মে টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-জাপান পররাষ্ট্রসচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক। প্রথমে এই বৈঠক স্থগিত করার অনুরোধ জানানো হলেও, পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে নির্ধারিত সময়েই বৈঠকটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকার পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলাম। জাপানের পক্ষে সিনিয়র ডেপুটি ফরেন মিনিস্টার আকাহরি তাকিশি নেতৃত্ব দেবেন।
বৈঠকে আলোচনার বিষয়বস্তু হিসেবে থাকছে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয়, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পরিস্থিতি, মিয়ানমার ও রোহিঙ্গা সমস্যা, আঞ্চলিক নিরাপত্তা এবং জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়ন।
এফওসি বৈঠকটি বিশেষ গুরুত্ব বহন করে, কারণ চলতি মাসের শেষের দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাপান সফর নির্ধারিত রয়েছে। এই সফরকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এফওসি বৈঠকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, গত বছর জুনে ঢাকায় সর্বশেষ এফওসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যা ছিল পঞ্চম বৈঠক। এবারের বৈঠকটি হবে ষষ্ঠ এফওসি।
এসএস/টিএ