ভারতের হরিয়ানার ফারিদাবাদে দুই বছরের এক শিশুকে হত্যার দায়ে তার মা ও এক নারী তান্ত্রিককে গ্রেফতার করেছে পুলিশ। তান্ত্রিকের কথায় বিশ্বাস করে মা নিজেই নিজের শিশুকে খুন করেছেন বলে পুলিশের দাবি।
গ্রেফতার হওয়া মায়ের নাম মেঘা, তিনি সৈনিক কলোনির বাসিন্দা। তান্ত্রিক নারীর নাম মিতা ভাটিয়া, যিনি পশ্চিমবঙ্গের ভগতপুরের বাসিন্দা হলেও বর্তমানে ফারিদাবাদের সৈনিক কলোনিতে বসবাস করছেন।
হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, মিতা তান্ত্রিক চর্চা করেন এবং মেঘা নিয়মিত তার কাছে যেতেন। একপর্যায়ে মিতা তাকে বোঝান, মেঘার দুই বছরের ছেলেটি ‘জ্বিন’-এর সন্তান এবং এই সন্তান তাদের পুরো পরিবার ধ্বংস করে দেবে। এই ভয় দেখিয়ে শিশুটিকে মেরে ফেলার পরামর্শ দেন তিনি।
রবিবার সন্ধ্যায় মেঘা তার শিশুকে আগ্রা খালে ফেলে দেন।
পরে ডুবুরি দিয়ে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয় এবং পোস্টমর্টেম শেষে বাবার হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তিনদিন পর মঙ্গলবার পুলিশ মেঘা ও মিতাকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে মিতা জানিয়েছেন, তিনি ‘তন্ত্র-মন্ত্র বিদ্যা’তে বিশ্বাস করেন এবং ওই শিশুকে ‘জ্বিনের সন্তান’ বলেই দাবি করেছিলেন। মেঘাও পুলিশের কাছে স্বীকার করেছেন, তান্ত্রিকের কথা বিশ্বাস করেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর বিটিপি থানায় একটি মামলা রুজু হয়েছে। মঙ্গলবার দুই আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
এসএম/টিএ