অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।
আজ বৃহস্পতিবার তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে, বৈঠক চলাকালে উপদেষ্টা মাহফুজ আলম তাঁর অগ্রাধিকারের বিষয়ে হাইকমিশনারকে অবহিত করেন। যার মধ্যে রয়েছে গণমাধ্যম সংস্কারের পরিকল্পনা ও সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের উদ্যোগ।
এ ছাড়াও তারা যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে আরো বিস্তৃত সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করেন।
আরআর/এসএন