জাল নোট বিক্রির জন্য মহাখালী পুলিশ বক্সের সামনে অবস্থান, গ্রেফতার ৬

 রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ সংঘবদ্ধ একটি চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সাইফুল ইসলাম (২৮), মো. রেজাউল করিম ওরফে রেজা (৪৩), মো. সোহেল (৪০), মো. সাইদুর রহমান ওরফে সবুজ (২৮), সোহেল মাহমুদ (২৪) ও মো. শাহ আলম।

বুধবার (১৪ মে) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরদিন বৃহস্পতিবার বিকেলে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতারকৃতরা কোরবানির ঈদকে কেন্দ্র করে জাল নোট সরবরাহের পরিকল্পনা করছিল। গত মঙ্গলবার সকালে ডিবির ক্রাইম ইনভেস্টিগেশন টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বনানীর মহাখালী পুলিশ বক্সের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তিন ব্যক্তি জাল নোট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম ও রেজাউল করিমকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে চার হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাত ৮টা ১০ মিনিটে পঞ্চগড় সদর থানার ব্যারিস্টার বাজার এলাকায় অভিযান চালিয়ে চক্রের আরও চার সদস্য— সবুজ, সোহেল মাহমুদ, সোহেল ও শাহ আলমকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৭৮ হাজার ৩০০ টাকা মূল্যমানের জাল নোট, নগদ ২ লাখ ১৪ হাজার টাকা ও জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

তালেবুর রহমান বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় জাল নোট সরবরাহ করে আসছিল। তারা আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে বড় ধরনের জাল নোট সরবরাহের পরিকল্পনা করেছিল। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
গাজায় ভোর থেকে ইসরায়েলি হামলায় নিহত ১০৩ May 15, 2025
img
না ফেরার দেশে সিউল কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম May 15, 2025
img
ফের আন্দোলনের ঘোষণা কুয়েট শিক্ষার্থীদের May 15, 2025
img
ট্রাম্পের নীতির বোঝা বইছে অভিবাসীরা May 15, 2025
img
প্রাক্তন স্বামীকে নিয়ে হঠাৎ কেন এমন বললেন কল্কি? May 15, 2025
img
ট্রাম্পকে ‘হত্যাকারী’ বিবেচনা করি, বললেন ইরানের বিপ্লবী গার্ডের প্রধান May 15, 2025
img
গাইবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্টে এক পরিবারের ৩ জনের মৃত্যু May 15, 2025
img
‘মাহফুজ আলমের ওপর আওয়ামী লীগের বড় হামলার আশঙ্কা’- শরীফ ওসমান হাদী May 15, 2025
img
কাতারের সামরিক ঘাঁটিতে ‘গড ব্লেস দ্য ইউএসএ’ গানে নাচলেন ট্রাম্প May 15, 2025
img
স্বর্ণের দামে বড় পতন, শুক্রবার থেকে কার্যকর May 15, 2025