ট্রাম্পকে ‘হত্যাকারী’ বিবেচনা করি, বললেন ইরানের বিপ্লবী গার্ডের প্রধান

ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেন সালামি বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কাসেম সোলাইমানির ‘হত্যাকারী’ হিসেবে বিবেচনা করি।

২০২০ সালের ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন থেকে ছোড়া রাইফেলের গুলিতে প্রাণ হারান দেশটির কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানি। কুদস ফোর্স ইসলামিক বিপ্লবী গার্ডের বিদেশী শাখা।

ড্রোনাল্ড ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর ২০২০ সালের ৩ জানুয়ারি কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দেন।

এদিকে কাতারের রাজধানী দোহায় আজ বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে তারা পারমাণবিক চুক্তির দ্বারপ্রান্তে আছেন। এমন সময় দেশটির বিপ্লবী গার্ডের প্রধান এমন মন্তব্য করলেন।

নির্দিষ্ট শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি করায় প্রস্তুত আছে ইরান। দেশটির সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ পরামর্শক শাখমানি এ তথ্য জানিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে স্থানীয় সময় বুধবার (১৪ মে) শাখমানি বলেছেন, ইরান কথা দেবে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, ইউরেনিয়ামের মজুদ কমিয়ে ফেলবে এবং এটির মজুদ শুধুমাত্র বেসামরিক ব্যবহার পর্যন্ত সীমাবদ্ধ করবে। আর আন্তর্জাতিকভাবে এসব বিষয় তদারকি করা হবে।

তবে এর বদলে ইরানের ওপর আরোপ করা যুক্তরাষ্ট্রের সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তাকে এনবিসির সাংবাদিক জিজ্ঞেস করেন যদি যুক্তরাষ্ট্র আজই আপনাদের দাবি মেনে নিলে পারমাণবিক চুক্তি করবেন কি না। জবাবে খামেনির এ পরামর্শক বলেন, ‘হ্যাঁ’। তিনি জানান, যদি মার্কিনিরা তাদের কথা রাখে তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে ভালো সম্পর্ক হতে পারে। তিনি বলেন, “এটি সম্ভব। যদি মার্কিনিরা যা বলে তা করে, তাহলে অবশ্যই আমাদের মধ্যে ভালো সম্পর্ক হতে পারে। যেটির মাধ্যমে ভবিষ্যতে ভালো পরিস্থিতি হবে।”

তবে ইরানকে হুমকি ধামকি দিয়ে কিছু করা যাবে না বলে স্পষ্ট করে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি গতকাল এক অনুষ্ঠানে বলেন, “ট্রাম্প মনে করেন তিনি মধ্যপ্রাচ্যে এসে উচ্চবাচ্য করবেন আর আমাদের ভীত করে দেবেন। আমাদের কাছে বিছানায় শুয়ে মৃত্যুর চেয়ে শহীদি মৃত্যু বেশি সুন্দর। ট্রাম্প আমাদের ভয় দেখাতে এসেছেন! আমরা কোনো ধমকের কাছে মাথা নত করব না।”

সূত্র: আল আরাবিয়া

আরআর/এসএন

Share this news on: