মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের দুর্দশার কথা শুনলেন আসিফ নজরুল

মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমের শিকার কর্মীদের সঙ্গে আলোচনা করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (১৪ মে) বেলা ১১টার দিকে মালয়েশিয়ার নেগরি সিম্বিলানের মেডিসিরাম এসডিএন বিএইচডিতে প্রবাসী বাংলাদেশিদের কথা শুনেন তিনি। আলোচনায় প্রবাসীরা তাদের দীর্ঘদিনের সমস্যা তুলে ধরলে সমাধানের আশ্বাস দেন উপদেষ্টা।

উপদেষ্টা আসিফ নজরুলের আজ দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করা কথা রয়েছে।

যে বৈঠকে বন্ধ শ্রমবাজার নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এদিকে, বৈঠক িঘরে উৎকণ্ঠায় রয়েছে দেশটিতে অবস্থানরত প্রবাসীরা। কারণ দেশটিতে অনেক প্রবাসী বাংলাদেশি অবৈধ অবস্থায় রয়েছেন।

প্রবাসীদের দাবি, বৈঠকে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের যাতে বৈধকরণের বিষয়ে আলোচনা করা হয়।

গত মঙ্গলবার সময় সন্ধ্যা সোয়া ৬টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে কুয়ালালামপুরে পৌঁছান আসিফ নজরুল। এ সময় কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

এসএম/টিএ

Share this news on: