চলতি মৌসুমে ট্রফির মুখ দেখেনি রিয়াল মাদ্রিদ, তবে কিলিয়ান এমবাপ্পে ব্যক্তিগত নৈপুণ্যে গড়ছেন একের পর এক ইতিহাস। বুধবার রাতে মায়োরকার বিপক্ষে গোল করে তিনি ভেঙে দিলেন রিয়ালের ৭২ বছরের পুরোনো এক রেকর্ড।
লা লিগায় নিজের প্রথম মৌসুমেই এমবাপ্পে করলেন ২৮টি গোল, যা রিয়ালের ইতিহাসে এক মৌসুমে কোনো ডেব্যু খেলোয়াড়ের সর্বোচ্চ। ১৯৫৩-৫৪ মৌসুমে রিয়াল কিংবদন্তি আলফ্রেডো ডি’স্টিফানো করেছিলেন ২৭টি গোল। এমবাপ্পে সেই রেকর্ড টপকে গেছেন।
এমনকি রিয়ালে তার আগে খেলা ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা বা রুড ভান নিস্টেলরুইরাও লা লিগায় প্রথম মৌসুমে এত গোল করতে পারেননি। সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপ্পে গোল সংখ্যা এখন ৪০।
মায়োরকার বিপক্ষে এমবাপ্পের গোলেই এগিয়ে যায় রিয়াল। এরপর সংযুক্ত সময়ে জয়সূচক গোল করেন জাকোবো রামন।
আরএম/টিএ