দুর্গাপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল ১ জনের, আহত ১০

দুর্গাপুরে জমিজমা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (১৫ মে) উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি দক্ষিণপাড়া গ্রামে। নিহত ওই ব্যক্তির নাম হাসিবুল ইসলাম (২৫)। তিনি ওই গ্রামের কাশেম মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, রহিমের জমি মাপজোখ ও ফায়সালা করার জন্য ডাকা হয় গ্রামের মাতাব্বর বিএনপির নেতা ওয়াজেদ আলীকে। এ সময় ওয়াজেদের সঙ্গে অপরপক্ষ তর্কে জড়িয়ে পড়েন। পরের দিন বুধবার সকালে তর্কে জড়িয়ে পড়া শাহীন নামের এক যুবক বাড়ি থেকে বের হলে অপরপক্ষ ওয়াজেদের লোকজন ধারালো হাসুয়া দিয়ে তার কপালে কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে বৃহস্পতিবার বিকেল থেকে রাতভর উভয়পক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আহতরা হলেন- ওয়াজেদ আলী (৫০), সুনু (৪২), রাহিম (৪০), দুলু (৪৫)। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা আরো জানান, দীর্ঘদিন থেকে গ্রামের মাতাব্বর ওয়াজেদে আলীর দখলে রয়েছে সেচ কাজে ব্যবহৃত দুটো ডিপ টিউবওয়েল। যা নিয়েও ওই এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে একটা বিরোধ চলে আসছিল। উভয় ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষে লিপ্ত হয়ে পড়েন তারা। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা বলেন, ‘জমিসংক্রান্তের বিরোধে একজন মারা গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল আর্জেন্টিনা May 15, 2025
img
দেশে নিষিদ্ধ দুই প্রজাতির গাছ May 15, 2025
img
চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না: ১২ দলীয় জোট May 15, 2025
img
বিরক্ত করলে কুকুর লেলিয়ে দেবেন নায়লা নাঈম May 15, 2025
img
‘র’ ও ‘আইএসআই’র প্রেম নেই পর্দায়, বদলে যাচ্ছে গল্পের ধারা May 15, 2025
img
চুল খোলা নাচে ট্রাম্পকে স্বাগত জানাল আমিরাতের তরুণীরা May 15, 2025
img
পাকিস্তানকে সমর্থন করায় তুরস্কের ফার্মের ছাড়পত্র বাতিল করল ভারত May 15, 2025
img
বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৫ উপলক্ষে ব্র্যাকের মানববন্ধন আয়োজন May 15, 2025
img
সোহানের দুর্দান্ত সেঞ্চুরির পরও পিছিয়ে বাংলাদেশ May 15, 2025
img
'তালা খুলে তোমাদের হাতে দিলাম, অন্যায় পেলে আবার তালাবদ্ধ করে দিও' May 15, 2025