ব্যাটিংয়ে বাংলাদেশ 'এ' দলেত শুরুটা ভালো হয়নি। টপ অর্ডার ব্যর্থতায় ৮১ রানেই ৪ উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। তবে নুরুল হাসান সোহানের দুর্দান্ত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় তারা। তাতে আর কোনো উইকেট না হারিয়েই দুইশ রান স্পর্শ করে দল। মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে পঞ্চম উইকেটে ১৩২ রানের জুটি গড়েন সোহান। কিন্তু এই জুটি ভাঙার পর আবারো ধস নামে বাংলাদেশের ইনিংসে। তাতে ৮ উইকেটে ২৪৯ রান নিয়ে দিনের খেলা শেষ করে তারা।
গতকাল প্রথম দিন শেষে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ২২৬ রান সংগ্রহ করেছিল নিউজিল্যান্ড 'এ' দল। এরপর আজ বৃৃহস্পতিবার দ্বিতীয় দিনের শুরুতে কিউইদের প্রথম ইনিংস শেষ হয় ২৫৬ রানে।
নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি। দিন শেষে নুরুল হাসান সোহানের সেঞ্চুরিতে বাংলাদেশ 'এ' দলের সংগ্রহ ৮ উইকেটে ২৪৯ রান।
এর আগে উদ্বোধনী জুটিতে ৩৫ রান তোলে বাংলাদেশ 'এ' দলের দুই ওপেনার এনামুল হক বিজয় ও জাকির হাসান। বিজয় ২৪ রান করেন, জাকিরের ব্যাট থেকে আসে ১২ রান। এরপর ১৮ রান করে ফিরেছেন জয়।
চারে নেমে ২৪ রান করে অমিত হাসান আউট হলে ৮১ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। পরবর্তীতে মাহিদুল ইসলাম অঙ্কনকে সাথে নিয়ে ১৩২ রানের জুটি গড়েন নুরুল হাসান সোহান। অঙ্কন করেন ২৫ রান। ১১ চার ও ৫ ছক্কায় ৭৪ বলে সেঞ্চুরি তুলে নেন সোহান।
ক্রিস্টিয়ান ক্লার্কের বলে আউট হওয়ার আগে ৮৮ বলে ১০৭ রান করেন সোহান। অধিনায়ক সাজঘরে ফেরার পর দ্রুত আউট হয়েছেন খালেদ ও নাঈম। তাদের হারিয়ে দিনশেষে ৮ উইকেটে ২৪৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ 'এ'। স্বাগতিকরা পিছিয়ে আছে ৭ রানে। ক্রিজে আছেন হাসান মুরাদ ও এবাদত হোসেন।
আরআর/এসএন