বিয়ের মাত্র ১৭ দিন আগে না ফেরার দেশে অভিনেতা

বিয়ের বাকি ছিল আর মাত্র ১৭ দিন। প্রতিদিনের মতো, সেদিনও তিনি ছবির শুটিংয়ের জন্য সেটে গিয়েছিলেন। কারণ বিয়ের আগেই সব কাজ শেষ করে পরিবারের সঙ্গে থাকাটাই ছিল মূল লক্ষ্য। কিন্তু এক মুহূর্তের মধ্যেই সবকিছু শেষ হয়ে গেল। শুটিং চলাকালীন, একটি গুলিতেই নিমেষে সব শেষ।

তিনি হলেন চিনা অভিনেতা ব্রুস লির ছেলে অভিনেতা ব্র্যান্ডন লি। ব্রুস লির ছেলে ব্র্যান্ডন লি তার ‘দ্য ক্রো’ ছবির শুটিং করছিলেন। সেদিন সেটে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। যেখানে ব্র্যান্ডন লি এবং তার সহ-অভিনেতা মাইকেল ম্যাসি মুখোমুখি ছিলেন।

ব্র্যান্ডকে তার সহ-অভিনেতা গুলি করে এবং পড়ে যায়। এটি এমন একটি দৃশ্য যার শুটিং ইতোমধ্যেই প্রস্তুত ছিল। নির্মাতারা নকল বন্দুকের সঙ্গে একটি আসল গুলিও রাখেন যাতে জুম শটে গুলি চালানোর সময় স্ফুলিঙ্গ এবং ধোঁয়া ধরা যায়।

নির্মাতারা পুরো টিমকে বুঝিয়ে দিয়েছিলেন যে প্রথম শটেই বন্দুক থেকে আসল গুলি সরিয়ে নকল গুলি ঢোকানো হবে। দৃশ্যটিতে, ব্র্যান্ডনকে লক্ষ্য করে একটি নকল গুলি চালানোর কথা ছিল এবং পরের শটে একটি আসল গুলি চালানোর কথা ছিল এবং ধোঁয়া ধরার কথা ছিল।

কস্তা ব্র্যান্ডনকে গুলি করার সঙ্গে সঙ্গেই ঠিক এভাবেই সে এক ধাক্কায় পিছন দিকে পড়ে গেল। শুরুতে কেউ বুঝতেই পারেনি কী হয়েছে। কিছু লোক ভেবেছিল অভিনেতা মজা করছেন। কিন্তু যখন সে কিছুক্ষণের জন্যও উঠল না, তখন তুমুল শোরগোল শুরু হয়ে যায় শুটিং সেটে। তারপর জানা যায় যে গুলিটি আসল ছিল।

১৯৯৩ সালের ৩১শে মার্চ, ব্রুস লির ছেলে ২৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সবচেয়ে হৃদয়বিদারক বিষয় ছিল মৃত্যুর মাত্র ১৭ দিন পরেই তার বিয়ে হওয়ার কথা ছিল। সবকিছু প্রস্তুত হওয়ার কথা ছিল কিন্তু মুহূর্তের মধ্যে, সুপারস্টারের সবকিছু শেষ হয়ে গেল।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ