বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয়, দেশের ভৌগোলিক অখণ্ডতা আজ হুমকিতে। করিডর দেওয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সরকার, আপনারা সিদ্ধান্ত দেওয়ার কেউ না। সাজেক ও সেন্ট মার্টিন করিডর নিয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট করুন।’
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক বিভাগ কুমিল্লা বিভাগীয় বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি চাঁদাবাজি-দখলবাজির মধ্যে নেই। এ সরকারের সাঙ্গোপাঙ্গরা চাঁদাবাজির সঙ্গে জড়িত। বিএনপির এখনোও সুদিন আসেনি। আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ, এখন বিএনপির অনেক শত্রু রয়েছে। এখনো আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরতে পারেননি।’
এ সময় কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিনসহ কুমিল্লা মহানগর, কুমিল্লা দক্ষিণ ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরআর/এসএন