‘অপারেশন সিন্দুর’ শব্দের অর্থ জানতে গুগলে ৫০ লক্ষ বার সার্চ করেছে ভারতীয়রা

ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনার আবহে সাধারণ মানুষের মনোভাব প্রতিফলিত হয়েছে গুগল সার্চ ট্রেন্ডে। ইন্ডিয়া টুডে গ্রুপ প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের ৭ থেকে ১২ মে পর্যন্ত সময়কালে ভারত ও পাকিস্তানে মানুষ কী কী বিষয় গুগলে সবচেয়ে বেশি খুঁজেছেন।

ভারতে সবচেয়ে বেশি সার্চ হয়েছে "সিজফায়ার অর্থ" (Ceasefire meaning) অর্থাৎ যুদ্ধবিরতির অর্থ কী — এই শব্দগুচ্ছটি গুগলে সার্চ করা হয়েছে প্রায় ১ কোটিবার (১০ মিলিয়ন)। দ্বিতীয় সর্বোচ্চ সার্চ হয়েছে "অপারেশন সিন্দুর" (Operation Sindoor), যার সার্চ সংখ্যা ৫০ লাখ (৫ মিলিয়ন)। এছাড়াও ভারতের গুগল ট্রেন্ডে দেখা গেছে "মক ড্রিল" (Mock Drill), "IMF", "DGMO", "ফ্লাইট রাডার ২৪" (Flight Radar 24) এবং "S400" — প্রতিটি শব্দের সার্চ সংখ্যা ছিল প্রায় ৫০ হাজার (০.৫ মিলিয়ন)।

এই তথ্য স্পষ্টভাবে দেখায়, যুদ্ধ বা সংঘর্ষের আশঙ্কার সময় ভারতীয়দের মধ্যে তথ্য জানার আগ্রহ এবং কৌশলগত সচেতনতা ছিল বেশি।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ