জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত দুইজন হলেন—জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকা পোস্টের প্রতিনিধি মাহতাব হোসেন লিমন এবং জবি প্রেসক্লাবের সভাপতি ও বাংলা ট্রিবিউনের প্রতিনিধি সুবর্ণ আসসাইফ।
মাহতাব হোসেন লিমনের ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। এর আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জানা গেছে, আন্দোলনের সময় মিছিলের সামনের সারি থেকে সংবাদ সংগ্রহ করার সময় তার খুব কাছাকাছি সাউন্ড গ্রেনেড ও বুকের ওপর টিয়ার শেল পড়ে। এতে তিনি শ্বাসকষ্টে ভুগে জ্ঞান হারান।
অন্যদিকে, শিক্ষক-শিক্ষার্থীদের লাঠিচার্জ থেকে রক্ষা করতে গিয়ে পুলিশের হামলায় আহত হন সুবর্ণ আসসাইফ। তার কাঁধের হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলনে জড়িয়েছে জবি শিক্ষার্থীরা। তারা উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রার পথে কাকরাইলে অবস্থান নেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইস উদ্দীন।
টিকে/এসএন