স্থলবাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন পুতিন

রাশিয়ার স্থলবাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালিয়ুকভকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১৫ মে) তাকে বরখাস্তের কথা জানায় ক্রেমলিন।

প্রায় সাড়ে তিন বছর ধরে ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে সর্বশেষ পদক্ষেপ হিসেবে এই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে অপসারণ করলেন পুতিন। শুক্রবার (১৬ মে) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ও সংবাদমাধ্যম মস্কো টাইমস।

এএফপি বলছে, ২০১৪ সাল থেকে রাশিয়ার স্থলবাহিনীর দায়িত্বে ছিলেন জেনারেল ওলেগ সালিয়ুকভ। তিনি সিরিয়ার গৃহযুদ্ধ এবং ইউক্রেনের আক্রমণে তদারকি করেছিলেন। এর আগে চার বছর ধরে জেনারেল স্টাফের উপ-প্রধান ছিলেন তিনি।

এক সপ্তাহেরও কম সময় আগে, সালিয়ুকভ বর্তমান প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভের সঙ্গে রেড স্কয়ারে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজ পরিচালনা করেন।

গত বছর থেকে রাশিয়ার আইনপ্রয়োগকারী সংস্থাগুলো সামরিক ও প্রতিরক্ষাখাতের এক ডজনেরও বেশি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছে। তাদের অনেকের বিরুদ্ধে ব্যক্তিগত লাভের জন্য বড় প্রকল্প থেকে অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে।

১৯৯০ সাল থেকে বিভিন্ন শীর্ষ পদে থাকার পর গত বছর পদাবনতি দেওয়া হয় পুতিনের দীর্ঘদিনের মিত্র শোইগুকে। যদিও ক্রেমলিন বলেছে, ইউক্রেনে বিপর্যয়ের পর রাশিয়ার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের গ্রেপ্তার এবং বরখাস্ত করা সামরিক প্রতিষ্ঠান শুদ্ধি অভিযানের অংশ নয়।

এদিকে ৭০ বছর বয়সী সালিয়ুকভ সাবেক রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর ডেপুটি হবেন। শোইগুকে গত বছর অপসারণ করা হয়েছিল এবং নিরাপত্তা পরিষদের সচিব করা হয়েছিল। ক্রেমলিনের এক ডিক্রিতে এই পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রাশিয়া তিন দিনের মধ্যে অপেক্ষাকৃত ছোট সামরিক বাহিনীর দেশ ইউক্রেন দখল করার পরিকল্পনা করেছিল বলে অভিযোগ রয়েছে। তিন বছর যাবৎ দুদেশের মধ্যে রক্তক্ষয়ী ও ভয়াবহ যুদ্ধ চলছে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।

মূলত তিন বছরেরও বেশি সময় পর শুক্রবার ইস্তাম্বুলে প্রথম সরাসরি শান্তি আলোচনায় বসতে যাচ্ছে ইউক্রেন ও রাশিয়া।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
তিন বিভাগে ভারী বৃষ্টিপাতের আভাস May 16, 2025
img
ঠাকুরগাঁও সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক এক যুবক May 16, 2025
img
‘আমার কাছে মনে হয়েছিল পরিচালক যেন ভিক্ষা করছেন’ May 16, 2025
img
বিমানবন্দরে বাজে ব্যবহারের শিকার স্টার্ক, খেলবেন না আইপিএল May 16, 2025
img
সুস্থ থাকতে রসুনের ৭ উপকারী ব্যবহার May 16, 2025
img
২ বিভাগের ৮ জেলায় আকস্মিক বন্যার সম্ভাবনা May 16, 2025
img
বরিশালে বিএনপি নেত্রীর বাসায় হামলা, নগরীতে বিক্ষোভ মিছিল May 16, 2025
img
নালিতাবাড়ীর লোকালয় থেকে সজারুর ছানা উদ্ধার May 16, 2025
img
ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা May 16, 2025
img
প্রথম প্রান্তিকে জাপানের জিডিপি শূন্য দশমিক ২ শতাংশ হ্রাস May 16, 2025