লালমনিরহাটে বজ্রপাতে প্রাণ গেল বাবার, আহত ছেলে

ভুট্টা তুলতে গিয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বজ্রপাতে আব্দুল করিম (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় সঙ্গে থাকা তার ছেলে লেবু মিয়া আহত হয়েছেন।

শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার বাউরা ইউনিয়নের সফিরহাট এলাকায় নিজ বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল করিম ওই এলাকার মৃত কফিলুদ্দিনের ছেলে। স্থানীয় সফিরহাট বাজারে পান-সুপারির ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘুম থেকে উঠে আব্দুল করিমসহ তার ছেলে লেবু মিয়া ভুট্টাখেতে যান। এ সময় আকাশে মেঘ জমে গেলে তিনি বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে হঠাৎ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার ছেলে লেবু নিয়ে আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্বপন কুমার সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুট্টা তুলতে গিয়ে বজ্রপাতে আব্দুল করিমের মৃত্যু হয়েছে। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে তার ছেলে লেবু মিয়া বাড়িতে এসেছে।

এসএম/টিএ

Share this news on: