গোপালগঞ্জ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাছের ঘের কাঁটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার বর্ষাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে, বর্ষাপাড়া গ্রামের ইউপি সদস্য ইব্রাহিম ফকির ও মোকসেদ ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এদিন সকালে ইব্রাহিম ফকিরের অনুসারীরা একটি জমিতে ঘের কাঁটতে গেলে মোকসেদ ফকিরের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে কেউ গুরুতর আহত হয়নি বলেও তিনি জানান।

টিকে/টিএ

Share this news on: