ব্রাহ্মণবাড়িয়ায় আম পাড়া নিয়ে সংঘর্ষ, টেটাবিদ্ধ ২ জনসহ আহত ৮

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২ জন টেটাবিদ্ধসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৬ মে) দুপুর আড়াইটার দিকে ফরদাবাদ গ্রামের মধ্যপাড়ার পোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- সিয়াম মিয়া, রমিজ মিয়া, আরফি হোসেন, আক্তার হোসেন, মতিন মিয়া, সুর্বণা বেগম ও দেলোয়ার হোসেন। তাদের মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় গুরুতর আহত সিয়াম মিয়া ও রমিজ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বাকিদের বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফরদাবাদ মধ্যপাড়ার হানিফ মিয়ার কাছ থেকে দুই শতক পুকুর পাড়ের জমি কিনে নেন মতিন মিয়া। এ নিয়ে হানিফ মিয়ার ছেলে রমিজের সঙ্গে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে মতিন মিয়া ও তার ভাতিজা আরফি হোসেন জমির পাশে থাকা আমগাছ থেকে আম পাড়তে গেলে রমিজ মিয়ার ছেলে সিয়ামসহ কয়েকজন বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে সিয়াম ও রমিজ টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সিয়াম ও রমজিকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

ঘটনার বিষয়ে দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা জমি কিনেছি, সেখানে একটি আমগাছ রয়েছে। প্রতি বছর রমজিরা আম নিয়ে যায়। আজ আমার ছেলে আরফি ও মতিন চাচা আম পাড়তে গেলে রমজি ও সিয়াম বাধা দেয় এবং মারধর করে। আমার ছেলের অবস্থা ভালো না।’

অন্যদিকে আক্তার হোসেন বলেন, ‘জমি নিয়ে মতিন মিয়ার সঙ্গে আমাদের বিরোধ রয়েছে। আজ তারা জোর করে আম পাড়তে এলে আমরা বাধা দিই। তখন তারা টেটা দিয়ে হামলা করে। এতে আমার ছেলে ও ভাই গুরুতর আহত হয়।’

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী বলেন, ‘ফরদাবাদে সংঘর্ষের ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সাইফ-টাবুর বিরুদ্ধে উচ্চ আদালতে রাজস্থান সরকার May 17, 2025
img
রাজনৈতিক মিত্র হলেও ব্যক্তিস্বার্থে ব্যস্ত থাকলে সমালোচনা হবে: জোনায়েদ সাকি May 17, 2025
img
নতুন কর্মসূচির ঘোষণা দিল পলিটেকনিক শিক্ষার্থীরা May 17, 2025
img
যুক্তরাষ্ট্রে সালমান রুশদির ওপর হামলাকারীর ২৫ বছরের সাজা May 17, 2025
img
দেড় ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-ময়মনসিংহ সড়ক May 17, 2025
img
ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোড এখন ‘শহীদ ফারহান ফাইয়াজ’ সড়ক May 17, 2025
img
প্রতিদিন বিছানায় শুয়ে কেঁদেছি : মাহিরা খান May 17, 2025
img
সীমান্ত উত্তেজনার মধ্যেই আফগান পণ্য নিয়ে পাঁচ ট্রাক ভারতে পৌঁছালো May 17, 2025
img
আবারও বিসিবিতে দুদকের অভিযান May 17, 2025
img
৫ রিপাবলিকান আটকে দিলেন ট্রাম্পের ‘বিশাল, সুন্দর’ কর প্রস্তাব May 17, 2025