আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা আজ

মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ শনিবার (১৭ মে) ঘোষণা করবেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান।

মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর জানান, এ মামলার প্রধান আসামি হিটু শেখের ১৬৪ ধারায় স্বীকারোক্তি, মেডিকেল রিপোর্ট, পারিপার্শ্বিক সাক্ষ্য এবং মামলার মৌখিক ও দালিলিক সাক্ষ্য দ্বারা রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণ করতে পেরেছে। ফলে একটি নিষ্পাপ শিশুকে যেভাবে অমানবিক পাশবিক নির্যাতনে হত্যা করা হয়েছে, তার জন্য আসামিদের আদালত সর্বোচ্চ সাজা দেবে, যা বাংলাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে।

সাক্ষ্য ও প্রমাণাদির ভিত্তিতে প্রধান আসামি হিটু শেখের রিবুদ্ধে শিশু নির্যতন দমন মামলার রায় আইনের ৯ এবং ২ ধারায় ফাঁসি, অন্য আসামি সজীব শেখ ও রাতুল শেখের বিরুদ্ধে দ-বিধির ৫০৬ এর ২ ধারা; এ ছাড়া হিটু শেখের স্ত্রী জাহেদা বেগমের বিরুদ্ধে দ-বিধির ২০১ ধারায় আদালত সর্বোচ্চ সাজা দেবে বলে তিনি প্রত্যাশা করেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বাদীপক্ষের আইনজীবী বলেন, মাগুরায় আট বছরের শিশুর সঙ্গে বর্বর পাশবিক ঘটনায় সারা দেশ প্রতিবাদে ফেটে পড়ে। মাগুরা জেলা আইনজীবী সমিতির সদস্যরা এ ঘৃণ্য ঘটনার দ্রুত বিচার দাবি জানায়। পাশাপাশি জেলা আইনজীবী সমিতি সিদ্ধান্ত গ্রহণ করে আসামিদের পক্ষে সমিতির কোনো আইনজীবী আইনি সহযোগিতা করবেন না। তবে আসামিদের আবেদনের কারণে লিগ্যাল এইড থেকে আসামিপক্ষে আদালতে আইনি সহায়তা দেন একজন। দোষী প্রমাণিত প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদন্ড এবং অন্য আসামিদের সংশ্লিষ্ট ধারায় এ মামলায় সর্বোচ্চ সাজা দেবে আদালত, এটাই আশা।

মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে এসে গত ৬ মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। এ ঘটনার পর মাগুরাসহ সারা দেশের মানুষ প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে। গত ৮ মার্চ পুলিশের অভিযুক্ত এ চারজনকেই আসামি করে সদর থানায় মামলা করেন শিশুর মা আয়েশা আক্তার। এদিকে ধর্ষণের ঘটনার পর শিশুকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ফরিদপুর মেডিকেল এবং পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মারা যায় শিশুটি।

আরএ/এসএন

Share this news on: