বন্দি বিনিময়ে রাজি রাশিয়া ও ইউক্রেন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে প্রায় তিন বছর পর প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসেছে দুই দেশের প্রতিনিধিরা। শুক্রবার (১৬ মে) তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত এই বৈঠক চলে দুই ঘণ্টারও কম সময়। যদিও যুদ্ধবিরতি নিয়ে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি, তবে উভয় দেশ এক হাজার করে যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয়েছে।

ইস্তাম্বুলের দোলমাবাচে প্রাসাদে অনুষ্ঠিত বৈঠকে রাশিয়ার প্রতিনিধিদলের প্রধান ছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি। অপরদিকে ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রুস্তেম উমেরভ।

বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধিদলের প্রধানেরা জানান, আলোচনায় হওয়া সমঝোতা অনুযায়ী, এক হাজার জন করে বন্দি বিনিময় করা হবে। যুদ্ধ শুরু হওয়ার পর এটিই হবে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় বন্দি বিনিময়। বৈঠকে যুদ্ধবিরতি এবং দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের বিষয়েও আলাপ করেছে দুই পক্ষ।

বার্তা সংস্থা রয়টার্সকে পরিচয় প্রকাশ না করার শর্তে ইউক্রেনের একটি সূত্র জানিয়েছে, যুদ্ধ বন্ধের জন্য মস্কো যেসব শর্ত দিয়েছে, তার একটি হলো নিজেদের কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে ইউক্রেনকে। রাশিয়ার এই দাবি ‘বাস্তবতাবিবর্জিত’। আর বৈঠকের পর ভ্লাদিমির মেদিনস্কি বলেছেন, ইস্তাম্বুল বৈঠকের ফলাফল নিয়ে মস্কো সন্তুষ্ট। কিয়েভের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত তারা।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকেই ইউক্রেন যুদ্ধ বন্ধে তৎপরতা শুরু করেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইতোমধ্যে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনা করেছেন।

শুক্রবারের বৈঠকে ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছিলেন। তবে পরে তা হয়নি। অবশ্য ট্রাম্প বলেছেন, পুতিনের সঙ্গে তার সরাসরি সাক্ষাৎ ছাড়া যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি হবে না। সূত্র : আল জাজিরা

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সাইফ-টাবুর বিরুদ্ধে উচ্চ আদালতে রাজস্থান সরকার May 17, 2025
img
রাজনৈতিক মিত্র হলেও ব্যক্তিস্বার্থে ব্যস্ত থাকলে সমালোচনা হবে: জোনায়েদ সাকি May 17, 2025
img
নতুন কর্মসূচির ঘোষণা দিল পলিটেকনিক শিক্ষার্থীরা May 17, 2025
img
যুক্তরাষ্ট্রে সালমান রুশদির ওপর হামলাকারীর ২৫ বছরের সাজা May 17, 2025
img
দেড় ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-ময়মনসিংহ সড়ক May 17, 2025
img
ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোড এখন ‘শহীদ ফারহান ফাইয়াজ’ সড়ক May 17, 2025
img
প্রতিদিন বিছানায় শুয়ে কেঁদেছি : মাহিরা খান May 17, 2025
img
সীমান্ত উত্তেজনার মধ্যেই আফগান পণ্য নিয়ে পাঁচ ট্রাক ভারতে পৌঁছালো May 17, 2025
img
আবারও বিসিবিতে দুদকের অভিযান May 17, 2025
img
৫ রিপাবলিকান আটকে দিলেন ট্রাম্পের ‘বিশাল, সুন্দর’ কর প্রস্তাব May 17, 2025