বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে আয়োজিত ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ সম্প্রতি বিতর্কের জন্ম দিয়েছে। অশ্লীলতা ও অশালীনতার অভিযোগে এই লিগের কয়েকজন মেন্টর ও অংশগ্রহণকারীদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন, নির্মাতা প্রবীর রায় চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু, মডেল ও অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা ও আলিশা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই নোটিশ পাঠিয়েছেন।
লিগ্যাল নোটিশে অভিযোগ করা হয়েছে যে, উল্লিখিত তারকারা তাদের পোশাক ও অঙ্গভঙ্গির মাধ্যমে অশালীনতা প্রদর্শন করেছেন, যা সমাজে অশ্লীলতার বিস্তার ঘটাচ্ছে। বিশেষ করে, মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা ও আলিশা তাদের পোশাকের মাধ্যমে অশালীনতা প্রদর্শন করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মডেল ও অভিনেত্রী মারিয়া মিম তার ফেসবুক পেইজে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, আইনজীবী জাকির হোসেন ভাইরাল হওয়ার জন্য তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছেন। তিনি আরও বলেন, এই ঘটনায় তার মানহানি হয়েছে এবং তিনি আইনি ব্যবস্থা নেবেন। মিম জানান, ম্যাচ শুরুর আগে ওয়ার্ম আপ মুহূর্তের ভিডিওগুলো কেউ মোবাইলে ধারণ করে ছড়িয়েছে, কিন্তু আইনজীবী যেভাবে মন্তব্য করেছেন, তাতে তার মানহানি হয়েছে।
মারিয়া মিম আরো বলেন, ‘প্র্যাকটিসে আমি কি পরে যাবো, সেটা তো আমার চয়েস। যখন মাঠে যাচ্ছি, তখন কিন্তু জার্সি পরেই যাচ্ছি। কিন্তু পারসোনালি কোথায় কি পরে যাবো সেটা আমাদের পছন্দ। এখানে অশ্লীলতা ছড়ানোর কি আছে? আমাদের কোনো দোষ নাই। মামলা করলে গণমাধ্যমের বিরুদ্ধে করুন। আমাদের বিরুদ্ধে কেন? খেলা চলাকালীন আমাকে যা প্রশ্ন করা হয়েছে তাই বলেছি।’
এদিকে, সেলিব্রিটি ক্রিকেট লিগের আয়োজকরা জানিয়েছেন, গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে খেলার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় ছয়জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর লিগের খেলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং হামলাকারীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে, কোন থানায় মামলা হয়েছে এবং কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা প্রকাশ করা হয়নি।
এফপি/এ্সএন