বিদ্যুৎ বিভ্রাটে অচল বেনাপোল, ভোগান্তিতে পাসপোর্টধারীরা

মাসে তিন থেকে ৪ দিন নানান কারণ দেখিয়ে বেনাপোল বন্দর এলাকায় সকাল-সন্ধ্যা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছে বিদ্যুৎ বিভাগ। এতে ঘন ঘন লোডশেডিংয়ের কবলে পড়ে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বেনাপোল ইমিগ্রেশন, কাস্টমস ও বন্দরের বাণিজ্যিক কার্যক্রম।

জানা যায়, দীর্ঘদিন ধরে বন্দর এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি থাকলেও তা বাস্তবায়ন হয়নি।

বাণিজ্যিক সংশ্লিষ্টরা জানান, দেশের স্থলপথে ভারতের সঙ্গে যে বাণিজ্য বা পাসপোর্টধারী যাতায়াত হয়ে থাকে তার ৮০ শতাংশ হয় বেনাপোল বন্দর ব্যবহার করে। এক কিলোমিটারের বন্দর এলাকায় স্থাপিত রয়েছে বন্দর, কাস্টমস ও ইমিগ্রেশন অফিস। এ ছাড়া বাণিজ্যিক স্বার্থে এ অঞ্চলে গড়ে উঠেছে সহস্রাধিক সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রফতানির সঙ্গে সম্পৃক্ত আরও কয়েকশ প্রতিষ্ঠান।

বর্তমানে এসব সেক্টরে অনলাইন সংযুক্ত হওয়ায় ম্যানুয়াল পদ্ধতি একেবারেই উঠে গেছে। এতে বিদ্যুৎ নির্ভর হয়ে অনলাইন সার্ভারে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে হয়। তবে বন্দর এলাকাটিতে প্রথম থেকেই বিদ্যুৎ সরবরাহ নিয়ে রয়েছে বিভিন্ন মহলের ক্ষোভ। মাসের মধ্যে কমপক্ষে চারদিন বিদ্যুৎ অফিস দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে। এ ছাড়া প্রতিদিন দু’একবার লোডশেডিং তো আছেই। এতে বিপত্তিতে পড়তে হচ্ছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সচল রাখাতে।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না পেয়ে বাধ্য হয়ে এসব প্রতিষ্ঠান বিকল্প ব্যবস্থায় জেনারেটরের ওপর নির্ভরশীল হতে হয়েছে। তবে টানা ৮ থেকে ১০ ঘণ্টা এসব জেনারেটর বিদ্যুৎ সাপ্লাইয়ের সক্ষমতা না থাকায় অচল হয়ে পড়ছে এসব প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম। কখনো আমদানি বাণিজ্য স্থবির হয়ে পড়ছে আবার কখনো ইমিগ্রেশন কার্যক্রম ঘণ্টার পর ঘণ্টা বন্ধ হয়ে পড়ায় আটকে পড়তে হচ্ছে পাসপোর্টধারীদের।

এ দিকে এসব প্রতিষ্ঠানে সেবা নিয়েও প্রশ্ন তুলেছেন পাসপোর্টধারীরা। যাত্রী সেবায় ইমিগ্রেশন ও বন্দরে এসি বা ফ্যান থাকলেও চালান না কর্তৃপক্ষ। সরবরাহ নাই বিশুদ্ধ পানি পর্যন্ত। তবে ইমিগ্রেশন ও বন্দর কর্তৃপক্ষ যাত্রী সেবা বাড়াতে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনীতা উপলব্ধি করলেও ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি।

ভারতফেরত পাসপোর্টধারীরা জানান, বিদ্যুৎ না থাকায় ইমিগ্রেশনে একঘণ্টা আটকে থাকতে হয়েছে। বিদ্যুৎ থাকলেও এসি, ফ্যান চালান না তারা। গরমে ভোগান্তি।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বিদ্যুতের অভাবে বাণিজ্য অচলাবস্থার মধ্যে পড়েছে। বন্দর এলাকায় ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ চালু রাখার দাবি জানাচ্ছি।
বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে বছরে ৬০ হাজার কোটি টাকার আমদানি-রফতানি বাণিজ্য ও ২২ লাখ পাসপোর্টধারী যাতায়াত করে থাকেন। বছরে সরকার ১০ হাজার কোটি টাকা রাজস্ব পায় এ বন্দর থেকে। বর্তমানে জেনারেটরের ওপর নির্ভরশীল হয়ে বাণিজ্য সম্পাদন করতে হচ্ছে। বন্দর, কাস্টমস ইমিগ্রেশনে জেনারেটর থাকলেও দীর্ঘ সময় বিদ্যুৎ সাপ্লাই দিতে পারে না।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইব্রাহিম জানান, ‘শনিবার সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ থাকবে না জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। আমাদের যে জেনারেটর আছে সেটা একটানা ৩ ঘণ্টার বেশি সার্ভিস দিতে পারে না। এ কারণে কম্পিউটার বন্ধ হয়ে পড়ায় একঘণ্টার মত পাসপোর্টধারীদের কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। যাত্রী সেবা নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা থাকা জরুরি বলে জানান তিনি।

বেনাপোল পল্লি বিদ্যুৎ অফিসের এজিএম হাসিবুল ইসলাম জানান, কোনো এলাকায় ২৪ ঘণ্টা বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে হলে আলাদা একটা সাবস্টেশন, ৩৩ কেবি লাইন স্থাপন ও আলাদা একটা গ্রিড থেকে লোড নিতে হবে । কিন্তু এ ব্যবস্থা বেনাপোলে না থাকায় জরুরি কাজে বা দুর্যোগকালীন সময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হচ্ছে। তবে বেনাপোল বন্দরকে গুরুত্ব দিয়ে ২০২০ সালে বেনাপোল গ্রিড স্থাপন হয়েছে। এ ধরনের উন্নয়ন কার্যক্রম তাদের চলমান আছে।

এফপি/এ্সএন

Share this news on:

সর্বশেষ

আ. লীগের যারা সামাজিকভাবে গ্রহণযোগ্য তারা বিএনপিতে যোগ দিতে পারবেন May 17, 2025
ঢাকা সেনানিবাসের চারপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধ May 17, 2025
img
দুপুরে খাওয়ার পর ঘুম আসা কোনো রোগ নয়তো? May 17, 2025
img
স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল ভারত May 17, 2025
img
‘একেনের চরিত্রে আমাকে আর দেখা যাবে না’ May 17, 2025
img
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি ইমনের May 17, 2025
নাশকতা সৃষ্টির অভিযোগে বরখাস্ত সেনাসদস্য গ্রেপ্তার May 17, 2025
img
পর্তুগালে নির্বাচনে বামপন্থিদের জয়ের দিকে তাকিয়ে অভিবাসীরা May 17, 2025
img
আখতার হোসেনকে পরিবারসহ হত্যার হুমকি May 17, 2025
img
অব্যাহতি আদেশের পর নারী সমন্বয়ক লিজা যা বললেন May 17, 2025
img
জনগণ ভোট দিলে জবাবদিহির অনুভূতি নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে জামায়াত :শফিকুর রহমান May 17, 2025
img
এই সরকারের একমাত্র ম্যান্ডেট সংসদ নির্বাচনের আয়োজন করা : সালাহউদ্দিন আহমেদ May 17, 2025
img
যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোতে নিহত ২১, ক্ষতিগ্রস্ত হাজারো ঘরবাড়ি May 17, 2025
img
জন্মদিনে আরও কাছাকাছি বনি-কৌশানী May 17, 2025
img
শুরু হচ্ছে অভিযান; মোদির নতুন নিয়মে ভারত ছাড়তে হবে পলাতক আ. লীগ নেতাদের ! May 17, 2025
img
বাহরাইনের মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ May 17, 2025
img
সরকারের ভেতরে-বাইরে অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে : তারেক রহমান May 17, 2025
img
ছেলেকে থানায় দিয়ে বিএনপি নেতার ফেসবুকে পোস্ট May 17, 2025
img
সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার May 17, 2025
img
২৩ লাখ টাকায় বিক্রি হলো কুকুর-হরিণের মতো দেখতে ‘বিরল’ ছাগল May 17, 2025