বিএনপি কার্যালয়ে আ-গু-ন দিলো প-দ-ব-ঞ্চি-ত ছাত্রদল নেতাকর্মীরা

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের সদ্যঘোষিত দক্ষিণ জেলা ও মহানগর কমিটির পদবঞ্চিতদের বিরুদ্ধে।

শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করে পদবঞ্চিতরা। এ সময় ভিক্টোরিয়া কলেজ রোডে অবস্থিত ওই কার্যালয়ের সামনে নানা স্লোগান দিয়ে কার্যালয়টির আসবাবপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় তারা।

তবে আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কার্যালয়টির ভেতরের কিছু আসবাবপত্র পুড়ে যায়।

বিএনপি কার্যালয়ের আশপাশের ব্যবসায়ীরা জানান, কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের ব্যানারে শনিবার সন্ধ্যায় বিক্ষোভকারীরা কান্দিরপাড়ে মিছিল বের করে। এসময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। কার্যালয়টির ভেতরে আসবাবপত্র ভাঙচুর করার পর আগুন দিয়ে বিক্ষোভকারীরা ‘অবৈধ কমিটি মানি না, মানবো না, জ্বালোরে জ্বালো আগুন জ্বালো, অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিতে থাকে। কিছু সময় তারা বিএনপি কার্যালয়ের সামনে স্লোগান দিয়ে ফেরার পথে আবারো বিক্ষোভ প্রদর্শন করে তারা।

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন জানান, বিগত ১৭ বছরে যারা আওয়ামী লীগের দ্বারা নির্যাতন ও হামলা-মামলার শিকার হয়েছেন, তাদের বাদ দিয়ে যে কমিটি করা হয়েছে তা আমরা মানি না। কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠন না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

ছাত্রদল সূত্রে জানা গেছে, দীর্ঘ ৭ বছর পর গত বৃহস্পতিবার কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি ও এমদাদুল হক ধীমানকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ জেলা ছাত্রদল এবং নাদিহ রানাকে সভাপতি ও ফায়াজ রশিদ প্রিমুকে সাধারণ সম্পাদক করে মহানগর ছাত্রদলের আংশিক ওই দুটি কমিটি করা হয়।

ওই রাতেই দুই কমিটিতে পদবঞ্চিতরা ক্ষোভে ফুঁসে উঠে এবং নগরীর কান্দিরপাড়ে কয়েক দফা বিক্ষোভ মিছিল করে। তারা পূবালী চত্বরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। তারা সদ্যঘোষিত কমিটির বিলুপ্তির দাবিতে শনিবার সন্ধ্যায় ফের বিক্ষোভ মিছিল বের করে।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সদ্যবিদায়ী সভাপতি ফখরুল ইসলাম মিঠু সাংবাদিকদের বলেন, কমিটি ঘোষণার পর থেকেই দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা গত তিন দিন যাবত দফায় দফায় বিক্ষোভ মিছিল করে আসছিল। এরই প্রেক্ষিতে পদপ্রাপ্ত এবং পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। তবে বিএনপির কার্যালয়ে কারা অগ্নিসংযোগ করেছে সেটা আমার জানা নেই।

রাতে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু সাংবাদিকদের বলেন, কার্যালয়টি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল। সম্প্রতি আমরা এ অফিস সংস্কারের উদ্যোগ নিয়েছিলাম। ভেতরে কারা আগুন দিয়েছে তা নিশ্চিত হতে পারিনি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ এবং কার্যালয়ে অগ্নিসংযোগের বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয়। তারপরও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কারা এ ঘটনা করেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আরআর

Share this news on:

সর্বশেষ

img
শুধু কমিশন নয়, ঐকমত্য প্রতিষ্ঠা সব রাজনৈতিক-সামাজিক শক্তির দায়িত্ব May 18, 2025
img
এনসিপির প্রকৌশল উইং প্রস্তুতি কমিটি গঠন May 18, 2025
img
তিন আসামি খালাস, নতুন শঙ্কায় আছিয়ার মা May 18, 2025
img
পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে, কোনও মেয়াদ নেই: ভারতীয় সেনাবাহিনী May 18, 2025
img
আপনি তো দেশের বউ, আমরা কিছু বলতেও পারি না : করণ জোহর May 18, 2025
img
ভারতীয় বিমান বাহিনীর মতোই সন্ত্রাসীদের ধ্বংসের ঘোষণা দিল পাকিস্তান May 18, 2025
img
ভর্তুকি প্রায় অর্ধেকে নামছে, বিদ্যুৎ খরচে চাপ বাড়বে গ্রাহকের ওপর May 18, 2025
img
ছোট ছোট হাসিনা হয়ে উঠলে পরিণতি ভয়াবহ হবে, সতর্ক করলেন আবু হানিফ May 18, 2025
img
রাজনীতিতে আর কামব্যাক করবো না: হিরো আলম May 18, 2025
img
টানা ৪র্থ দিনের মতো নগরভবনে ইশরাকপন্থিরা, বন্ধ প্রধান ফটক May 18, 2025
img
পাঁচদিনের বিরতির পর চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল শুরু May 18, 2025
img
দেশ ছাড়ার পরিকল্পনা করছেন সালমান মুক্তাদির May 18, 2025
অপারেশন সিঁদুর ছোট্ট একটা ট্রেইলার May 18, 2025
জনরোষে পড়ার আগেই নির্বাচনের ব্যবস্থা করুন: জয়নুল আবদিন May 18, 2025
মাদক সেবনের ভিডিও ভাইরাল, চট্টগ্রামে নারী সমন্বয়ককে অব্যাহতি May 18, 2025
img
ট্রাম্পকে স্বাগত জানানো সেই চুল ওড়ানো নৃত্যের ইতিহাস May 18, 2025
img
আজ শেষ হবে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি May 18, 2025
img
সীমান্তবর্তী এলাকায় বেড়েছে পুশ-ইনের ঘটনা, আতঙ্কে স্থানীয়রা May 18, 2025
img
‘পাইলট ছাড়াই’ দুই শতাধিক যাত্রী নিয়ে ১০ মিনিট আকাশে উড়ল উড়োজাহাজ May 18, 2025
img
আমিরাতকে হারিয়ে লিটনের চোখে দুই উন্নতির খোঁজ May 18, 2025