গাজায় ৪৮ ঘণ্টায় ২০০ নিহত, ঘরছাড়া ৩ লাখ মানুষ

ইসরায়েলি সেনাবাহিনী গত ৪৮ ঘণ্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরের বিভিন্ন এলাকায় অন্তত ২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং প্রায় ৩ লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দিয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস।

শনিবার (১৭ মে) এক বিবৃতিতে তারা এই তথ্য জানায়। রোববার (১৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বিবৃতিতে বলা হয়, “ইসরায়েলের রক্তাক্ত ইতিহাসে আরও একটি ভয়াবহ অধ্যায় যুক্ত হয়েছে। শুধুমাত্র উত্তর গাজা গভর্নরেটেই গত দুই দিনে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের এই ধারাবাহিকতা স্পষ্টতই গণহত্যারই অংশ।”

গাজার মিডিয়া অফিস আরও জানিয়েছে, ইসরায়েলি সেনারা ওই অঞ্চলের এক হাজারেরও বেশি বাড়িঘর পুরোপুরি বা আংশিক ধ্বংস করেছে। পাশাপাশি, ৩ লাখেরও বেশি বাসিন্দাকে গাজা শহরে ঠেলে দেওয়া হয়েছে, যেখানে তাদের আশ্রয় দেওয়ার মতো প্রয়োজনীয় অবকাঠামোই নেই।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীদের হামলার স্থানে পৌঁছাতে বাধা দিচ্ছে। ফলে প্রায় ১৪০ জনের লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন।

এছাড়া উত্তর গাজার জাবালিয়ার তেল আল-জাতার এলাকা, বাইত লাহিয়া শহর ও আশপাশের এলাকায় শরণার্থীদের জন্য স্থাপন করা শত শত তাঁবু পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি ড্রোনগুলো। গাজার মিডিয়া অফিস বলছে, এই ঘটনার সময় আন্তর্জাতিক মহলের নীরবতা ও নির্লজ্জ সহযোগিতা গভীর উদ্বেগজনক।

গাজা শহরের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে মিডিয়া অফিস। সেখানে আশ্রয়কেন্দ্র বা তাঁবুর ঘাটতির কারণে হাজার হাজার পরিবারকে রাস্তায় বসবাস করতে হচ্ছে, বিশেষ করে আল-জালাআ স্ট্রিট ও আল-সাফতাউই এলাকায়। খাদ্য, পানি ও ওষুধের সম্পূর্ণ অনুপস্থিতি এবং টানা অবরোধ ও বিমান হামলার মধ্যে তারা চরম মানবিক সংকটে রয়েছেন।

এমন অবস্থায় জরুরি ভিত্তিতে গণহত্যা বন্ধ করতে, উদ্ধার ও চিকিৎসা সহায়তার জন্য আন্তর্জাতিক দল পাঠাতে, অবরোধ খুলে মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করতে এবং ইসরায়েলি নেতাদের আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক চার দিনের উপসাগরীয় দেশগুলোতে সফরের সময় ইসরায়েলি বাহিনী ৩৭৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর আগের চার দিনে এই সংখ্যা ছিল ১০০ জনের কাছাকাছি, অর্থাৎ ট্রাম্পের সফরকালীন নিহতের সংখ্যা প্রায় চারগুণ বেড়েছে — গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বিশ্লেষণ করে আনাদোলু এই হিসাব পেয়েছে।

প্রসঙ্গত, গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজায় সব ধরনের খাদ্য, পানি ও ওষুধ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে। এরপর গত ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে পুনরায় গাজায় হামলা শুরু করে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখন পর্যন্ত ৫৩ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নায়িকা নুসরাত ফারিয়া আটক May 18, 2025
img
মানসিক অস্থিরতায় ছবির কাজ ছাড়লেন বাবিল খান May 18, 2025
img
শুটিং ফ্লোরে ‘রঘু ডাকাত’, তরবারি হাতে নজর কাড়লেন দেব May 18, 2025
img
দাদাসাহেব ফালকের বায়োপিক নিয়ে বলিউড বনাম দক্ষিণী ইন্ডাস্ট্রির ঠান্ডা লড়াই! May 18, 2025
img
ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবার ব্লকেড কর্মসূচি May 18, 2025
img
পাঁচ নায়িকার মধ্যে একজনকে বিয়ে করবেন হিরো আলম May 18, 2025
img
বড়সড় বিপাকে ‘মহাগুরু’, অনুমতি ছাড়াই বহুতল নির্মাণ! May 18, 2025
img
কাশ্মিরের নিরাপত্তায় এবার সাবেক সেনা সদস্যদের মাঠে নামাচ্ছে ভারত May 18, 2025
img
কানে আবারও নজর কাড়লেন জ্যাকলিন, বলিপাড়ায় ‘টক অফ দ্য টাউন’ May 18, 2025
img
স্ত্রী অজান্তে ডেটিং অ্যাপে চ্যাট, বিতর্কের পর অভিজিৎ সাওয়ান্ত May 18, 2025
img
রাজনৈতিক বার্তা দিয়ে বিতর্কের মুখে আইসিসি চেয়ারম্যান May 18, 2025
img
ফ্রান্স-স্পেন সফরে যাচ্ছেন না ড. ইউনূস May 18, 2025
img
ওয়েব সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ে একসঙ্গে কঙ্কনা ও আমোল May 18, 2025
img
টলিউড থেকে হঠাৎ হারিয়ে গেলেন অভিনেত্রী ঋত্বিকা! May 18, 2025
img
‘পর্ন ইন্ডাস্ট্রির আয় কোটি ডলার, কিন্তু অভিনেতাদের হাতে কিছুই আসে না’ — মিয়া খলিফা May 18, 2025
img
সেবা দিয়ে জনগণের মন জয় করতে হবে : ডিএমপি কমিশনার May 18, 2025
img
পাসপোর্ট এনডোর্সমেন্টে নতুন ফি নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক May 18, 2025
img
ভারত যাচ্ছেন জয়, সাক্ষাৎ হবে শেখ হাসিনার সঙ্গে! May 18, 2025
img
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুস্তাফিজের বিশ্বরেকর্ড May 18, 2025
img
সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও, পুলিশের সঙ্গে বৈঠকে প্রতিনিধি দল May 18, 2025