প্রতিভা আর অদম্য মনোবল ছাড়া পেছনে কেউ ছিল না: হুমা কোরেশি

বলিউড অভিনেত্রী হুমা কোরেশি একজন অভিনেত্রী ও মডেল। যিনি মূলত হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তিনি তিনটি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

এরপরও সমালোচকরা বলেন, বলিউডের বাইরে থেকে এসে নিজেদের জায়গা করে নেওয়া সহজ নয়। আর বহিরাগত যদি হন নারী, তাহলে পথটা আরও কঠিন। তবে সেই কঠিন পথ পাড়ি দিয়েই আজ বলিউডে নিজের অবস্থান গড়ে তুলেছেন অভিনেত্রী হুমা কোরেশি। তারকা সন্তান নন, বলিউডে পেছনে কেউ ছিল না, ছিল কেবল প্রতিভা আর অদম্য মনোবল।

সম্প্রতি এক অনুষ্ঠানে অকপটে তার পথচলার কথা বলেন অভিনেত্রী হুমা কোরেশি। জানালেন কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে তাকে এগোতে হয়েছে। তিনি বলেন, ইন্ডাস্ট্রির বাইরের একজন নারী হিসেবে আমার বলিউড যাত্রা মোটেই সহজ ছিল না। আজও এমন অনেক চরিত্র আছে, যেগুলো আমি নিখুঁতভাবে করতে পারি, তবু আমাকে ডাকা হয় না। কিন্তু আমি কি বসে কাঁদব? সুযোগ না পাওয়ার জন্য হাহুতাশ করব? মোটেও না— আমি নিজের শর্তেই কাজ করছি এবং তা চালিয়ে যাব।

২০০৮ সালে অভিনেত্রী মুম্বাইয়ে 'জংশন' নামে একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন, যা কখনই তৈরি হয়নি। তিনি বলেন, আমি কখনো মুম্বাইতে আসার কিংবা অভিনেত্রী হওয়ার কথা ভাবিনি। কিন্তু আমার বন্ধু যখন এ অভিনয়ে সুযোগ পাওয়ার জন্য 'জংশন' নামে একটি চলচ্চিত্রের অডিশনে আমাকে ডেকেছিল, এটি আমাকে চিন্তিত করে। দুঃখজনকভাবে, চলচ্চিত্রটি কখনোই তৈরি হয়নি।

কোরেশি টেলিভিশন বিজ্ঞাপনে হাজির হওয়ার জন্য হিন্দুস্তান ইউনিলিভারের সঙ্গে দুই বছরের চুক্তি স্বাক্ষর করেন। তিনি স্যামসাং মোবাইল (আমির খান), নেরোলাক (শাহরুখ খান), ভিটা মেরি, সাইফুলা অয়েল, মেডমার ক্রিম ও পেয়ারস সোপসহ বিভিন্ন ধরনের পণ্যের প্রচার করেন।একটি স্যামসাং মোবাইলে বাণিজ্যিক দৃশ্যধারনের সময় পরিচালক অনুরাগ কাশ্যপ তার অভিনয় ক্ষমতা দেখে অভিভূত হন এবং একটি চলচ্চিত্রে তাকে অভিনয় করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন।

অভিনেত্রী বলেন, আমি তাকে বিশ্বাস করিনি। আপনি এই শিল্পের অনেক গল্প শুনতে পান, তাই আমি বিচলিত আত্মার সঙ্গে অপেক্ষা করছিলাম না। কাশ্যপ তার প্রতিশ্রুতি রাখেন, যদিও তার সঙ্গে তার কোম্পানি অনুরাগ কাশ্যপ ফিল্মস তিনটি চলচ্চিত্রে চুক্তি স্বাক্ষর করেন হুমা কোরেশি।

হুমা বলেন, বলিউডে এখনো নারীদের নিয়ে একরকমের ছকে বাঁধা মানসিকতা কাজ করে। তিনি বলেন, 'মহারানী' আর 'তরলা'র মতো সফল কাজের পর এক কাস্টিং ডিরেক্টর আমাকে ফোন করে বলেছিলেন— তুমি এত সুন্দর, তুমি কেন এমন চরিত্রে অভিনয় কর, যেখানে নিজেকে বয়সি দেখাও?

অভিনেত্রী বলেন, পরিচালকরা নাকি তরুণী চরিত্রে আমাকে কাস্ট করতে চান। কিন্তু আমি পর্দায় বয়সের ভার নিয়ে চরিত্র করায় নাকি পিছিয়ে যাচ্ছি। কী বিচিত্র মানসিকতা। মেয়েদের নিয়েই কেন এই চাপ—যেন তারা নিজেদের চেয়ে ১০ বছর ছোট দেখাবেন পর্দায়।

নিজের অভিজ্ঞতা থেকে হুমা আরও বলেন, গাছগাছালির পাশে দাঁড়িয়ে নাচের দৃশ্যে কাজ করেছি অনেক। কিন্তু এখন আর সেই পথে হাঁটতে চাই না। ভালো চিত্রনাট্য পেলে আমার বয়সের চেয়ে বড় চরিত্রে অভিনয় করতেও রাজি। তাতে ভয় নেই। সাহস আর আত্মবিশ্বাসের এমন নজির বলিউডে খুব বেশি দেখা যায় না। হুমা কোরেশি আজ সেই বিরল উদাহরণগুলোর একটি।

হুমা কোরেশি বলেন, ‘শোনেন, আমার সামনে দুটি রাস্তা খোলা ছিল—একটা হলো সৌন্দর্য বাড়াতে একের পর এক কসমেটিক সার্জারি করা, আর পরিচালকের কলের অপেক্ষায় থাকা।

আরেকটি হলো— ভালো চিত্রনাট্য হাতে নিয়ে সাহসী চরিত্রে কাজ করে যাওয়া। আমি দ্বিতীয় পথটাই বেছে নিয়েছি।

প্রসঙ্গত, হুমা কোরেশি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। প্রথমে তিনি থিয়েটার অভিনেত্রী ও মডেল হিসেবে কাজ করেন। বিভিন্ন নাটকের প্রযোজনার কাজ করার পর, তিনি মুম্বাইতে চলে যান এবং টেলিভিশন বিজ্ঞাপনে উপস্থিত হওয়ার জন্য হিন্দুস্তান ইউনিলিভারের সঙ্গে দুই বছরের চুক্তি স্বাক্ষর করেন। স্যামসাং মোবাইলের বাণিজ্যিক বিজ্ঞাপনে দৃশ্যধারণের সময় অনুরাগ কাশ্যব তার অভিনয় ক্ষমতা লক্ষ্য করেন এবং অনুরাগ তার সংস্থার সঙ্গে তিনটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তি স্বাক্ষরিত করান।

উল্লেখ্য, হুমা কোরেশিকে খুব শিগগির দর্শকরা দেখতে পাবেন ‘জলি এলএলবি ৩’ সিনেমায়, যেখানে তার সহশিল্পী হিসেবে থাকবেন খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি। পাশাপাশি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহারানী’র চতুর্থ কিস্তিতেও অভিনয় করবেন তিনি।

আরএম/এসএন  

Share this news on:

সর্বশেষ

img
রিয়াল মাদ্রিদের কাছে হারল ৯ জনের সেভিয়া May 19, 2025
img
জয় পেয়েছে লাহোর কালান্দার্স, ব্যাটে-বলে ব্যর্থ সাকিব May 19, 2025
img
ঘরের মাঠে ভিয়ারিয়ালের কাছে বার্সেলোনার পরাজয় May 19, 2025
img
‘একটা সময় খেলার পর টাকা গুনতাম আমরা’ May 19, 2025
img
আনব্লক করলেন কোহলি, আনন্দে আত্মহারা রাহুল বৈদ্য! May 19, 2025
img
পোশাক ও নাচ নিয়ে কটাক্ষের জবাব দিলেন অভিষেককন্যা সাইনা May 19, 2025
img
জো বাইডেনকে সহমর্মিতা জানালেন হিলারি ক্লিনটন May 19, 2025
img
ঝিনাইদহে মাছ বিক্রির পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত ২৫ May 19, 2025
এআই চিকিৎসক এখন বাস্তব! সৌদিতে খুলল বিশ্বের প্রথম রোবট ক্লিনিক May 19, 2025
আগ্নেয়গিরি থেকে হীরার রাজ্য, ৯ হাজার কোটি ডলারের খনি May 19, 2025
img
ফরিদপুরে মাদক সেবনের সময় তিনজন আটক May 19, 2025
img
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত May 19, 2025
img
বিএনপি নেতার গাড়িবহরে হামলার অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার May 19, 2025
img
ঢাকায় গ্রেফতার হলেন নিষিদ্ধ ছাত্রলীগের নড়াইল জেলা সভাপতি May 19, 2025
img
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত May 19, 2025
img
খুলনায় জুলাই যোদ্ধা অনুদান পেলেন যুবলীগ নেতা, তদন্ত কমিটি গঠন May 19, 2025
img
প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে, বলেছিলেন ফারিয়া May 19, 2025
img
তুরস্ক থেকে আমরাম ক্ষেপণাস্ত্র নিচ্ছে পাকিস্তান, উদ্বেগে ভারত! May 19, 2025
img
‘সংবাদ এখন অনেক বেশি সস্তা হয়ে গেছে’ May 19, 2025
একাদশে না থেকেও যে বিরল রেকর্ড গড়েছেন শান্ত . May 19, 2025