রাজধানীর মিরপুর নম্বরের ১৩ শ্যামল পল্লী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (১৮ মে) রাত পৌনে ৮টার দিকে মিরপুর-১৩ এলাকার ওই বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত। রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আমাদের ৭টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আসেনি।
এর আগে ফায়ার সার্ভিস জানায়, আমাদের কাছে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ আসে। খবর পাওয়ার ১৫ মিনিটের মাথায় রাত ৮টা ১০ মিনিটে মিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে মোট ৭টি ইউনিট কাজ করে।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।
এমআর/টিএ