অতীতের তুলনায় বর্তমানে সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্পর্ক সুদৃঢ় : নৌবাহিনী প্রধান
মোজো ডেস্ক 01:05PM, May 21, 2025
অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় মন্তব্য করে এই সুসম্পর্ক ধরে রেখে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সবার প্রতি আহ্বান জানান নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
বুধবার (২১ মে) সকালে বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২৫ এ কথা বলেন তিনি।
এডমিরাল এম নাজমুল হাসান বলেন, জুলাই অভ্যুত্থানে দেশের শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর সাথে বিমান বাহিনীর সদস্যরা অবদান রেখেছে। এছাড়াও বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান ও সিমুল্যেটেড উন্নত করা হয়েছে। বিমান বাহিনীর প্রশিক্ষণে বিদেশিরাও এসে প্রশিক্ষণ নিচ্ছে। এ সময়, শান্তিরক্ষা মিশনে বাহিনীটির ভূমিকা উল্লেখ করে, দেশের ক্রান্তিলগ্নে সবসময় পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে নবীন অফিসারদের মাঝে ট্রফি বিতরণ এবং ব্যাজ পড়িয়ে দেন নৌবাহিনী প্রধান। ৮৬তম বাফা কোর্স এবং ডিরেক্ট এন্ট্রি-২০২৫ আলফা কোর্সের ৪৫ জন ক্যাডেট এতে কমিশনপ্রাপ্ত হয়েছেন।
অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন দেশের সামরিক অ্যাটাশে এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।