চীন-রাশিয়ার মতো তীব্র প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সম্ভাব্য যেকোনো বড় আক্রমণ থেকে যুক্তরাষ্ট্রের সুরক্ষা নিশ্চিতের জন্য নতুন এক প্রতিরক্ষা প্রকল্প উন্মোচন করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘গোল্ডেন ডোম’ নামে বিশাল ও অত্যাধুনিক এ প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে ১৭৫ বিলিয়ন ডলার।
মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
ব্রিটিশ বার্তাসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা করেন যে তিনি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢালের একটি নকশা চূড়ান্ত করেছেন এবং এই প্রতিরক্ষা কর্মসূচির নেতৃত্ব দেওয়ার জন্য স্পেস ফোর্স-এর একজন জেনারেলকে নিয়োগ দিয়েছেন।
ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইউএস স্পেস ফোর্স-এর জেনারেল মাইকেল গেটলাইন এই ১৭৫ বিলিয়ন ডলারের প্রকল্পের প্রধান কর্মসূচি ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন। এই সিস্টেমটি চীন ও রাশিয়ার মতো দেশের হুমকি থেকে যুক্তরাষ্ট্রকে সুরক্ষা দিতে সাহায্য করবে।
ট্রাম্পের নতুন এ প্রতিরক্ষা প্রকল্পটি মূলত মহাকাশে স্যাটেলাইট ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষিত রাখার জন্য তৈরি করা হয়েছে।
ওভাল অফিস থেকে ট্রাম্প বলেন, গোল্ডেন ডোম আমাদের মাতৃভূমিকে সুরক্ষা দেবে এবং কানাডাও এরই মধ্যে এতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে।
গত জানুয়ারিতে ট্রাম্প এই প্রকল্পের নির্দেশ দেন। গোল্ডেন ডোমের লক্ষ্য হচ্ছে একটি স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করা, যা আসন্ন ক্ষেপণাস্ত্র শনাক্ত, অনুসরণ এবং সম্ভব হলে বাধা দিতে পারবে।
তবে, মার্কিন বিশ্লেষকদের ধারণা, ১৭৫ বিলিয়ন ডলারের এই প্রকল্প বাস্তবায়নে বহু বছর লাগবে, কারণ এটি রাজনৈতিক বিতর্ক ও অর্থায়নের অনিশ্চয়তার সম্মুখীন হতে যাচ্ছে।
এসএম/টিএ