গ্রেফতার আতঙ্কে আড়ালে চলে যাচ্ছেন শিল্পীরা

নুসরাত ফারিয়াকে গ্রেফতারের পরই শিল্পীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারাও আতঙ্কিত, মামলা হয়নি যাদের বিরুদ্ধে তারাও ভয়ে আছেন। ফলে সামাজিক মাধ্যমে অনেক তারকাই এখন চুপ হয়ে গেছেন। শুধু তাই নয় বিভিন্ন অনুষ্ঠানে যাদের দেখা যেত তারা সেসব অনুষ্ঠান বা শোরুম উদ্বোধন করতেও যাচ্ছেন না।

অনেক শিল্পীই গণমাধ্যমকর্মীদের ফোনও ধরছেন না। কেউ কেউ নম্বর বন্ধ রেখেছেন। সামাজিক মাধ্যমে কার্যক্রম সীমিত করে এনেছেন, করছেন না হালনাগাদ।

নুসরাত ফারিয়াকে যে মামলায় গ্রেফতার করা হয় সেই মামলায় আসামি করা হয়েছে ১৭ জন তারকাকে।

চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আশনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান রয়েছেন তালিকায়।

চিত্রনায়ক জায়েদ খান জুলাইয়ের শুরুর দিকেই যুক্তরাষ্ট্রে গেছেন। এরপর আর ফেরেননি। সেখান বসে ভিডিও বার্তায় ছাত্র আন্দোলনের পক্ষে কথাও বলেছেন তিনি।

নিউ ইয়র্ক থেকে গণমাধ্যমকে জায়েদ খান বললেন, ‘এসব হাস্যকর মামলা। কারা মামলা করছে, কেন করছে আর এসব অবান্তর মামলা কেন গ্রহণ করা হচ্ছে বুঝতে পারছি না। শিল্পীদের মধ্যে সরকার দলীয় আয়োজনে কেউ কেউ যেতে পারে। কিন্তু ঢালাওভাবে সবাইকে হত্যা মামলার আসামি করাটা হাস্যকর হয়ে যাচ্ছে এটা তো সবাই বোঝে।

এই অভিনেতা আরো বলেন, ‘দেখেন আমাকে হত্যা মামলার আসামি বানানো হয়েছে।

আমি জুলাইয়ের শুরুতেই যুক্তরাষ্ট্রে এসেছি। এখনো এখানেই আছি অথচ আমাকে আসামি বানানো হয়েছে। এসবের কোনো তদন্তও করে দেখা হয় না, সরাসরি গ্রেফতার । এই কারনে শিল্পীরা আতঙ্কে ঘর থেকে বের হবে না। তারা একেবারে আড়ালে চলএ যাবে, আপনারাও সংবাদ করার জন্য কাউকে পাবেন না।’

এদিকে চিত্রনায়ক সাইমন সাদিক আগেই যুক্তরাষ্ট্র চলে গেছেন। তিনি হয়তো এমন পরিস্থিতি আগেই আঁচ করতে পেরেছিলেন। শিল্পীরা যে আতঙ্কে আছে তা খ্যাতিমান অভিনেতা ফজলুর রহমান বাবুর কণ্ঠেও পাওয়া গেল। ফজলুর রহমান বাবু বলেন, ‘নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। তবে উনি কি অভিনয় করার জন্য বন্দি হয়েছেন, নাকি অন্য কোনো কারণে, সেটি আমাদের কাছে পরিষ্কার না। যদি তিনি অভিনয়ের জন্য বন্দি হয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই আমাদের শিল্পীদের জন্য লজ্জার এবং দুঃখজনক। যদি খুব পরিষ্কার করে বলি, তাহলে আমরা নিজেরাও বিপদে আছি।’

এদিকে, নুসরাতের গ্রেফতারের পর নিজের ভারত সফর বাতিল করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ভারতীয় গণমাধ্যমে এমনটা দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে মমতাজ ও নুসরাতের গ্রেফতারের পর ভারতের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের কথা থাকলেও সেটা বাতিল করেন চঞ্চল।

রবিবার কলকাতায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করতে তার ভারত যাওয়ার কথা ছিল। তবে তিনি যাচ্ছেন না বলেই দাবি করা হয়। গ্রেফতার আতঙ্কে আছেন চঞ্চল। এমনকী অপু বিশ্বাস ও জ্যোতিকা জ্যোতিসহ অনেক শিল্পীই এখন গ্রেফতার আতঙ্কে, এমনটাই দাবি করা হয় সেই প্রতিবেদনে। ৫ আগস্টের পর থেকেই অনেক শিল্পী আড়ালে চলে যান, এদের মধ্যে রিয়াজ ও ফেরদৌস রয়েছেন। কিন্তু অন্য শিল্পীরা ভাবতে পারেননি তাদেরও মামলার মুখোমুখি হতে হবে।

শিল্পীদের পাশে নেই দেশের চলচ্চিত্র শিল্পী সমিতি। নুসরাত ফারিয়াকে গ্রেফতারের পর সংগঠনটি একটি বিবৃতিও দেয়নি। ফলে শিল্পীদের মধ্যেও সমন্বয়হীনতা দেখা দিয়েছে। যাদের অধিকাংশই ফোন ধরেননি। কেউ কেউ একেবারে ফোন বন্ধ রেখেছেন। আর যে কজন ফোন ধরেছেন তারা মন্তব্য করতে নারাজ।

এফপি/টিএ  

Share this news on:

সর্বশেষ

img
ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান May 22, 2025
img
বিয়ের আগে ডেটিং করার সময় গর্ভবতী হয়ে পড়েন অমলা পাল May 21, 2025
ড্রাইভিং লাইসেন্স পেতে হিজাব খুলতে হচ্ছে: ভারতীয় কোম্পানির বিরুদ্ধে গুরুতর অভিযোগ May 21, 2025
img
মব নিয়ন্ত্রণ করে পুরস্কার পেলেন সেই ওসি May 21, 2025
img
শেষ ওভারের নাটকীয়তায় দেড়শ পেরোল বাংলাদেশ May 21, 2025
img
উত্তরায় সনদ জালিয়াতি চক্রের প্রধান গ্রেফতার May 21, 2025
img
চিকিৎসকের ওপর হামলায় ছাত্রদলের পাঁচ নেতার বিরুদ্ধে মামলা May 21, 2025
img
কক্সবাজারে ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দিল মার্কিন বাহিনী May 21, 2025
img
একটি সংস্কারও করতে পারেনি অন্তর্বর্তী সরকার: মান্না May 21, 2025
img
আতাফল খাওয়া উপকারী যেসব কারণে May 21, 2025
মুত্তাকী হওয়ার তিনটি সহজ উপায় May 21, 2025
হলুদ বিকিনির বোল্ড লুকে নজর কেড়েছেন কিয়ারা May 21, 2025
‘ওয়ার টু’-এর ঝলকে হৃতিক-এনটিআরের দাপট May 21, 2025
'অপারেশন সিঁদুর’ ঘিরে ভিকি বনাম অক্ষয়! মুখ খুললেন টুইঙ্কল May 21, 2025
img
চাঁদা নিতে গিয়ে ফেঁসে গেলেন ৩ ‘ভুয়া’—ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক May 21, 2025
img
নারীপ্রধান সিনেমা করতে চাই: বাঁধন May 21, 2025
img
রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের May 21, 2025
img
কুমিল্লাতে মোহামেডানের হারের পরই আবাহনীর বড় জয় May 21, 2025
img
ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি : নজরুল ইসলাম May 21, 2025
img
চিকেন নেক নিয়ে সতর্ক মমতা May 21, 2025