প্রথমবার অনলাইন টিকিটিংয়ে বাফুফে, অভিষেকেই সমন্বয়ের চ্যালেঞ্জ

আগামী ১০ জুন ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ বাছাই পর্বের হোম ম্যাচ দিয়েই প্রথমবারের মতো অনলাইন টিকিটিংয়ে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ম্যাচটিতে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর।

তবে এই বড় ম্যাচের আগে ৪ জুন একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত এ ম্যাচেও টিকিট অনলাইনে বিক্রির পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত বিষয়টি চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে বাফুফে।

মঙ্গলবার বাফুফের কম্পিটিশন কমিটি এশিয়ান কাপ বাছাই পর্বের হোম ম্যাচের টিকিট নিয়ে এক সংবাদ সম্মেলনে অংশ নেয়। সেখানে জানানো হয়, ১০ জুনের ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ২৪ মে দুপুর ১২টা থেকে। তবে বাফুফের ফেসবুক পেজে পরবর্তীতে জানানো হয়, বিক্রি শুরু হবে ২৩ মে থেকে। কবে, কখন এবং কোন ওয়েবসাইটে টিকিট পাওয়া যাবে তা জানানো হবে পরদিন।

কম্পিটিশন কমিটির সদস্য ইকবাল হোসেন বলেন, ‘আমরা চাই ৪ জুনের ম্যাচের টিকিটও অনলাইনে বিক্রি হোক। এ নিয়ে টিকিফাইয়ের সঙ্গে আলোচনা চলছে। ওই ম্যাচের গ্যালারির টিকিট হবে ২০০ টাকা।’ তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অনেকের মতে, প্রস্তুতি ম্যাচ দিয়ে অনলাইন টিকিটিংয়ের ট্রায়াল চালানো গেলে ১০ জুনের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রযুক্তিগত বা ব্যবস্থাপনাগত জটিলতা অনেকটাই কমানো যেত। টিকিফাই ও বাফুফে উভয়ের জন্যই এটি একটি বাস্তব অনুশীলনের সুযোগ হতে পারত।

টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত প্ল্যাটফর্ম টিকিফাইয়ের কর্মকর্তারা জানান, “বাফুফে যে সিদ্ধান্ত নেবে, আমরা সে অনুযায়ী কাজ করব।”

এদিকে, অনলাইন টিকিটিংয়ে টিকিট দর্শকদের হাতে পৌঁছাবে না, বরং মোবাইল ডিভাইসে টিকিট দেখিয়ে গেট পার হতে হবে। ফলে টিকিটকে স্মারক হিসেবে রাখার সুযোগ থাকছে না সাধারণ দর্শকদের।

বাফুফে জানিয়েছে, নির্ধারিত মূল্যে টিকিফাই প্ল্যাটফর্ম থেকে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন। এই প্রক্রিয়ায় টিকিফাই কোনো অতিরিক্ত চার্জ নিচ্ছে না। তবে টিকিটিং পার্টনারের পেছনে বাফুফের খরচ এবং কর্পোরেট প্রতিষ্ঠান রবিকে কিছু টিকিট বরাদ্দ দেওয়ার বিষয়টি নিয়ে এখনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস ও সদস্য জাকির হোসেন চৌধুরি, ইকবাল হোসেন এবং কামরুল ইসলাম হিলটন। তবে গুরুত্বপূর্ণ এ আয়োজনেও উপস্থিত ছিলেন না সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম এবং কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। অনুপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারও।

ফুটবলপ্রেমীদের ব্যাপক আগ্রহের মধ্যে বাফুফের অনলাইন টিকিটিং ব্যবস্থাপনায় সফলতা কতটা নিশ্চিত করা যায়, সেটিই এখন দেখার বিষয়।


এসএন 

Share this news on:

সর্বশেষ

img
অনন্ত-বর্ষার লাইভে ‘হ্যালো’ বললেই অর্থ পুরস্কার May 23, 2025
img
ড. ইউনূস পদত্যাগ করতেছেন, এই খবর ভিত্তিহীন : রাশেদ May 23, 2025
img
জুলাই আন্দোলনের আহত হাসান আর নেই May 23, 2025
img
বিশ্বের দূষিত শহরের শীর্ষে ঢাকা May 23, 2025
img
উপদেষ্টা পরিষদে রদবদল চায় জুলাই ঐক্য May 23, 2025
রাজনৈতিক টালমাটাল সময়ে আজহারীর ঐক্যের আহ্বান May 23, 2025
হতাশ প্রধান উপদেষ্টা, অভিমানে করতে চান পদত্যাগ May 23, 2025
img
রাবিতে ১২টি স্থাপনার নাম পরিবর্তন May 23, 2025
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি বন্ধ করল যুক্তরাষ্ট্র May 23, 2025
img
নেত্রকোনায় ঈদ শুভেচ্ছা বিলবোর্ড নিয়ে সংঘর্ষ, নিহত ১ May 23, 2025
img
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে চূড়ান্ত হয়নি সিদ্ধান্ত May 23, 2025
img
রুটের নতুন মাইলফলক, ভাঙলেন টেন্ডুলকারের রেকর্ড May 23, 2025
img
‘মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি’ May 23, 2025
img
দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়ের আভাস May 23, 2025
img
জুলাই ঐক্য রক্ষায় ঢাবিতে বিক্ষোভ May 23, 2025
img
লন্ডনে জব্দ হলো সালমান এফ রহমানের ছেলে শায়ানের সম্পত্তি May 23, 2025
আব্দুল কাদের জিলানী রহঃ এর কাহিনী | প্রতিদিনের ইসলামিক কার্টুন May 23, 2025
img
নিন্দিত হয়ে বিদায় নিয়েন না, প্রধান উপদেষ্টাকে গয়েশ্বর May 23, 2025
img
রাজধানীতে ব্যাংকের ভেতর থেকে চুরি হলো গ্রাহকের টাকার ব্যাগ May 23, 2025
img
মৃত্যুর আগে যেন এই জুলুমের শেষ দেখে যেতে পারি : শায়খ আহমাদুল্লাহ May 23, 2025