কুনজরে পড়েই যেন সব আটকে যায় নিরবের

চিত্রনায়ক নিরব হোসেনের ভাষায়, “আমার দিকে সবার কুনজর পড়ে!”—এমনই আক্ষেপ নিয়ে এবার ঈদে বড় পর্দায় ফিরছেন তিনি। দীর্ঘ দুই বছর পর ঈদুল আজহায় অনিক বিশ্বাস পরিচালিত নতুন ছবি ‘শিরোনাম’ নিয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি। ইতোমধ্যে ছবিটি ঈদের মুক্তির দৌড়ে যুক্ত হয়েছে, যা চলচ্চিত্রপ্রেমীদের জন্য সুখবর হিসেবেই ধরা যাচ্ছে।

চলচ্চিত্রটি শুরু থেকেই গোপনীয়তার মধ্যে রাখা হয়েছিল। শুটিং, নায়িকা, গান—কোনো কিছুই প্রকাশ্যে আনা হয়নি। এই বিষয়ে নিরব জানান, আন্তর্জাতিক প্রেক্ষাপট মাথায় রেখেই এমন স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে। এখন থেকে ঈদ পর্যন্ত ছবির গান, টিজার ও ট্রেলার ধাপে ধাপে প্রকাশ করা হবে।

নিরব বলেন, “আগে নায়ক-নায়িকা সাইনিং, গান রেকর্ডিং, মহরত সবকিছুতেই সংবাদ হতো। কিন্তু এখন সময় বদলেছে। অনেক দেশে তো ছবি মুক্তির আগপর্যন্ত কিছুই প্রকাশ পায় না। আমরাও সেই ধাঁচেই এগিয়েছি।”

ছবিটির মুক্তি নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও শেষপর্যন্ত হল মালিক ও বুকিং এজেন্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। তিনি আশা করছেন, ঈদে ভালো সংখ্যক প্রেক্ষাগৃহে ‘শিরোনাম’ মুক্তি পাবে।

এবারের ঈদে একসঙ্গে ১০টির মতো ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও নিরব মনে করেন, ‘শিরোনাম’ও একটি বড় বাজেটের ছবি এবং এর আলাদা অবস্থান তৈরি হবে। তার ভাষায়, “শাকিব খান ছাড়া সবার বাজার প্রায় সমান। ভালো গল্প আর মানসম্মত নির্মাণ থাকলে প্রত্যেক ছবিই ব্যবসা করতে পারে। আমরা হিসাব-নিকাশ করেই কাজ করেছি, তাই ঝুঁকি মনে করছি না।”

এদিকে ‘গোলাপ’ নামে একটি ছবিতে পরীমনির সঙ্গে নিরবের অভিনয়ের কথা ছিল, যেটি এখনো গোপনেই রাখা হয়েছে। নিরব জানিয়েছেন, সব কাজ শেষ করেই হঠাৎ মুক্তির ঘোষণা দেবেন। “এখন আর আগেভাগে কিছু বলব না। মানুষের কুনজর পড়ে যায়,” বলেন তিনি।

বর্তমানে নিরব ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন অনুষ্ঠান, বিজ্ঞাপন ও স্টেজ শো নিয়ে। একইসঙ্গে একাধিক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন। এছাড়াও আরও কয়েকটি নতুন ছবির পরিকল্পনা রয়েছে, যা শিগগিরই চূড়ান্ত হবে বলে জানা গেছে।

বিদেশ ভ্রমণ নিয়েও নিজের মজার অভিজ্ঞতা শেয়ার করে নিরব জানান, “গত বছর সাড়ে চার মাস দেশের বাইরে ছিলাম। কিন্তু এবার ছয় মাসেও কোথাও যেতে পারিনি। ঠিক করেছি এবার গেলে আর ছবি দেব না—তাহলে কেউ বুঝবে না, কুনজরও লাগবে না!”

সব মিলিয়ে ঈদে মুক্তি পেতে যাওয়া ‘শিরোনাম’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছেই। ছবি ও প্রচারণার মাধ্যমে নিরব কি পারবে ঈদ বাজারে নিজের জায়গা আবারও শক্ত করতে—তা জানার অপেক্ষা মাত্র কয়েক দিনের।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ম্যাচ খেলবেন লুকা মদ্রিচ May 22, 2025
img
৭ উইকেট নিয়ে রাকিবুলের ঝলক, শক্ত অবস্থানে বাংলাদেশ May 22, 2025
img
যে কারণে নগরবাসীর কাছে ক্ষমা চাইলেন ইশরাক May 22, 2025
img
মিয়ানমারে শান্তি আলোচনায় নতুন আশার কথা জানালেন আনোয়ার ইব্রাহিম May 22, 2025
img
যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত May 22, 2025
img
মহাবিপর্যয় থেকে দেশকে রক্ষায় ডিসেম্বরে নির্বাচন হতে হবে : প্রিন্স May 22, 2025
img
এনবিআর এখনই বিলুপ্ত হওয়ার সম্ভাবনা নেই: অর্থ মন্ত্রণালয় May 22, 2025
img
লাহোরের একাদশে সাকিব, নেই রিশাদ ও মিরাজ May 22, 2025
img
জুলাই ঘোষণাপত্রে বাকি ২১ কর্মদিবস: হাসনাত May 22, 2025
img
টেনিস বলের থেকেও বড় টিউমার দীপিকার যকৃতে, চিন্তায় পরিবার May 22, 2025
img
বিশেষ গোষ্ঠীকে সতর্ক করে ঐক্যের ডাক সাদিক কায়েমের May 22, 2025
img
যশোরে কৃষক দল নেতাকে গুলি করে হত্যা May 22, 2025
img
একদিকে কান মাতাচ্ছেন ঐশ্বরিয়া, অন্যদিকে কার সাথে ডেটে অভিষেক? May 22, 2025
img
বিশ্ববাজারে কমল তেলের দাম May 22, 2025
img
বাংলাদেশে আসছে ‘মিশন ইম্পসিবল-৮’র সঙ্গে ‘থান্ডারবোল্টস’ May 22, 2025
img
পাবনায় বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি-আ. লীগের গোলাগুলিতে আহত ৭ May 22, 2025
img
১৬ টনের বেশি সরকারি চাউল জব্দ করল সেনাবাহিনী May 22, 2025
img
দেশের স্বার্থে বিভাজন মিটিয়ে ফেলতে হবে : হাসনাত May 22, 2025
img
অপ্রিয় কথাগুলো বলায় সব ক্ষেত্রেই কোনঠাসা হয়েছি: হান্নান মাসউদ May 22, 2025
img
‘দ্য গার্লফ্রেন্ড’ নিয়ে অবশেষে মুখ খুললেন রাশ্মিকা May 22, 2025