চিত্রনায়ক নিরব হোসেনের ভাষায়, “আমার দিকে সবার কুনজর পড়ে!”—এমনই আক্ষেপ নিয়ে এবার ঈদে বড় পর্দায় ফিরছেন তিনি। দীর্ঘ দুই বছর পর ঈদুল আজহায় অনিক বিশ্বাস পরিচালিত নতুন ছবি ‘শিরোনাম’ নিয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি। ইতোমধ্যে ছবিটি ঈদের মুক্তির দৌড়ে যুক্ত হয়েছে, যা চলচ্চিত্রপ্রেমীদের জন্য সুখবর হিসেবেই ধরা যাচ্ছে।
চলচ্চিত্রটি শুরু থেকেই গোপনীয়তার মধ্যে রাখা হয়েছিল। শুটিং, নায়িকা, গান—কোনো কিছুই প্রকাশ্যে আনা হয়নি। এই বিষয়ে নিরব জানান, আন্তর্জাতিক প্রেক্ষাপট মাথায় রেখেই এমন স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে। এখন থেকে ঈদ পর্যন্ত ছবির গান, টিজার ও ট্রেলার ধাপে ধাপে প্রকাশ করা হবে।
নিরব বলেন, “আগে নায়ক-নায়িকা সাইনিং, গান রেকর্ডিং, মহরত সবকিছুতেই সংবাদ হতো। কিন্তু এখন সময় বদলেছে। অনেক দেশে তো ছবি মুক্তির আগপর্যন্ত কিছুই প্রকাশ পায় না। আমরাও সেই ধাঁচেই এগিয়েছি।”
ছবিটির মুক্তি নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও শেষপর্যন্ত হল মালিক ও বুকিং এজেন্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। তিনি আশা করছেন, ঈদে ভালো সংখ্যক প্রেক্ষাগৃহে ‘শিরোনাম’ মুক্তি পাবে।
এবারের ঈদে একসঙ্গে ১০টির মতো ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও নিরব মনে করেন, ‘শিরোনাম’ও একটি বড় বাজেটের ছবি এবং এর আলাদা অবস্থান তৈরি হবে। তার ভাষায়, “শাকিব খান ছাড়া সবার বাজার প্রায় সমান। ভালো গল্প আর মানসম্মত নির্মাণ থাকলে প্রত্যেক ছবিই ব্যবসা করতে পারে। আমরা হিসাব-নিকাশ করেই কাজ করেছি, তাই ঝুঁকি মনে করছি না।”
এদিকে ‘গোলাপ’ নামে একটি ছবিতে পরীমনির সঙ্গে নিরবের অভিনয়ের কথা ছিল, যেটি এখনো গোপনেই রাখা হয়েছে। নিরব জানিয়েছেন, সব কাজ শেষ করেই হঠাৎ মুক্তির ঘোষণা দেবেন। “এখন আর আগেভাগে কিছু বলব না। মানুষের কুনজর পড়ে যায়,” বলেন তিনি।
বর্তমানে নিরব ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন অনুষ্ঠান, বিজ্ঞাপন ও স্টেজ শো নিয়ে। একইসঙ্গে একাধিক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন। এছাড়াও আরও কয়েকটি নতুন ছবির পরিকল্পনা রয়েছে, যা শিগগিরই চূড়ান্ত হবে বলে জানা গেছে।
বিদেশ ভ্রমণ নিয়েও নিজের মজার অভিজ্ঞতা শেয়ার করে নিরব জানান, “গত বছর সাড়ে চার মাস দেশের বাইরে ছিলাম। কিন্তু এবার ছয় মাসেও কোথাও যেতে পারিনি। ঠিক করেছি এবার গেলে আর ছবি দেব না—তাহলে কেউ বুঝবে না, কুনজরও লাগবে না!”
সব মিলিয়ে ঈদে মুক্তি পেতে যাওয়া ‘শিরোনাম’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছেই। ছবি ও প্রচারণার মাধ্যমে নিরব কি পারবে ঈদ বাজারে নিজের জায়গা আবারও শক্ত করতে—তা জানার অপেক্ষা মাত্র কয়েক দিনের।
এসএম/টিএ