নাটোরের সিংড়ায় ১৬ টন ২১০ কেজি সরকারি চাল জব্দ করেছে সেনাবাহিনী।
বুধবার (২১ মে) রাত ৯টার দিকে উপজেলার হাট সিংড়া এলাকা থেকে অভিযান চালিয়ে খাদ্য অধিদপ্তর লেখা সম্বলিত দুইটি ট্রাক ও চাল জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, সরকার কাবিখা প্রকল্পের চালগুলো সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)। নিয়ম অনুযায়ী ইউএনও কর্তৃক বরাদ্দকৃত চাউল উপজেলার ইউনিয়ন পরিষদে পাঠানো হয়। শ্রমিকরা কাজের বিনিময়ে চালের পরিবর্তে টাকা নিয়ে থাকেন। সংশ্লিষ্ট চেয়ারম্যান ও মেম্বাররা ইউএনওকে অবহিত করে চাল উত্তোলন পূর্বক তা বিক্রি করে শ্রমিকদের দিয়ে থাকেন। নিয়ম অনুযায়ী খাদ্য অধিদপ্তররের সরকারি চাল গুলো ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।
সেনাবাহিনীর দাবি, জব্দকৃত চালভর্তি দুটি ট্রাক সিংড়ার বিভিন্ন ইউনিয়নে না নিয়ে বড়াইগ্রামে পাঠানো হচ্ছিল।
সরকারি বরাদ্ধকৃত চাল বিক্রেতা ব্যবসায়ী বাবু কমিশনার জানান, নিয়ম-কানুন মেনেই চাল ক্রয় করা হয়েছে। আমরা প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করে জব্দকৃত চাল ছাড়িয়ে আনার চেষ্টা চালাচ্ছি।
আরআর/টিএ