সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর বিষয়ে দিক-নির্দেশনা দিয়েছে উপদেষ্টা পরিষদ। বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা এবং বাস্তবায়নের প্রভাবের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ থেকে মতামত চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপদেষ্টা পরিষদের সভায় এ মতামত চাওয়া হয়েছে।
সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উপস্থাপিত সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নযোগ্য কি না, বাস্তবায়নযোগ্য হলে বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা এবং বাস্তবায়নের প্রভাব/সংশ্লেষের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ দফাওয়ারী সুচিন্তিত মতামত মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে উপদেষ্টা পরিষদ-বৈঠকে উপস্থাপন করবে।
মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরআর/টিএ