ওমান উপসাগরের জাস্ক বন্দরের কাছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে সংশ্লিষ্ট একটি জ্বালানি তেলবাহী ট্যাংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২২ মে) ইরানের নৌবাহিনী জানায়, তারা এ ঘটনায় কোনোভাবেই জড়িত নয়।
সপ্তাহের শুরুতে নিরাপত্তা বিশ্লেষণ সংস্থা অ্যাম্ব্রে দাবি করেছিল, পানামা পতাকাবাহী একটি ট্যাংকারে ইউএইয়ের পণ্য ছিল, তা জাস্ক বন্দরের উত্তর-পশ্চিমে প্রায় ৫১ নটিক্যাল মাইল দূরে ছিনতাই হতে পারে বলে সতর্কবার্তা পাওয়া গেছে।
তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএতে প্রকাশিত এক বিবৃতিতে নৌবাহিনী জানায়, ইরানের জলসীমার ভেতরে এমন কোনো ঘটনা ঘটেনি। এ অঞ্চলের সামুদ্রিক কার্যক্রম আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী স্বাভাবিকভাবেই চলছে।
নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ‘ছিনতাই’ শব্দটি কোনো প্রমাণ ছাড়া ব্যবহার করা হচ্ছে, যা মূলত ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ। এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অঞ্চলজুড়ে উত্তেজনা তৈরি এবং বিশ্ব জনমতকে প্রভাবিত করার অপচেষ্টা।
উল্লেখ্য, পশ্চিমা বিশ্লেষকেরা ইরানের যেসব জাহাজ নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহন করে, সেগুলোকে ‘শ্যাডো ফ্লিট’ নামে অভিহিত করে থাকেন। তবে ইরান এই ধারণাকেও প্রত্যাখ্যান করেছে।