পার্লামেন্টে জুতায় বিয়ার ঢেলে পান করে রাজনীতিকে বিদায় জানালেন এমপি

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্য পার্লামেন্টে বিদায়ী ভাষণে ব্যতিক্রমী কাণ্ড ঘটালেন লেবার পার্টির এমপি কাইল ম্যাকগিন। এক পায়ে জুতা পরে বিদায়ী ভাষণ দেন তিনি। দীর্ঘ ৫৬ মিনিটের ভাষণ শেষে অপর পায়ের জুতায় বিয়ার ঢেলে পান করেন। জুতায় বিয়ার পানের এই কায়দা ‘শ্যুয়ি’ নামে পরিচিত। অ্যালকোহল পানের বিশেষ এই কায়দাকে জনপ্রিয় করেছেন ফর্মুলা ওয়ান তারকা ড্যানিয়েল রিকার্ডো।

বিদায়ী বক্তৃতায় ম্যাকগিন বলেন, ‘কীভাবে এই ভাষণ শেষ করব তা নিয়ে অনেক ভেবেছি। অনেক ভেবে মনে হলো এই বক্তৃতা শেষ করার একটাই উপায়। আর তা হলো—শ্যুয়ি। আমার এলাকার মানুষ এটা বেশ উপভোগ করবে বলেই আমার ধারণা। দুই মেয়াদে চমৎকার সময় কাটালাম। সবাইকে ধন্যবাদ। চিয়ার্স!’

এই বলেই একটি ক্যান থেকে জুতায় বিয়ার ঢেলে পান করেন কাইল। কাইলের এই কাণ্ডে হইচই পড়ে যায় পার্লামেন্টে। কেউ কেউ বেশ মজা পেয়েছেন এমন কাণ্ডে, হাসিমুখে করতালি দিয়ে প্রশংসা করেছেন। আবার কেউ কেউ বিরক্তিও প্রকাশ করেন। পরিষদের সভাপতি আলানা ক্লোহেসি তৎক্ষণাৎ দাঁড়িয়ে বলেন, ‘সম্মানিত সদস্য, আপনি পরিষদের মর্যাদা ক্ষুণ্ন করেছেন। আমি ধরে নিচ্ছি আপনার বক্তব্য শেষ।’

বিদায়ী ভাষণে কেইল নিজেকে একজন ‘অ্যাক্সিডেন্টাল পলিটিশিয়ান’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘দুর্ঘটনাবশত রাজনীতিক হয়ে পড়েছি।’ এ সময় তিনি সরকারের ওয়েস্টপোর্ট প্রকল্পের কঠোর সমালোচনা করেন। তাঁর ভাষ্য—‘বন্দরের স্বয়ংক্রিয়করণ আসলে একটা প্রহসন ও ঠাট্টা।’

এ সময় মানসিক স্বাস্থ্য নিয়েও কথা বলেন কেইল। জানান, এমপি হওয়ার দেড় বছর পর একদিন তিনি এত অসুস্থ হয়ে পড়েন যে ধরে নিয়েছিলেন হার্ট অ্যাটাক হচ্ছে। পরে জানা যায় সেটি আসলে প্যানিক অ্যাটাক ছিল। সেই স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ‘এখনো মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা বেশ কঠিন। তবে একটা কথা বলে যেতে চাই—সাহায্য চাইতে কখনো লজ্জা পাবেন না, বিশেষ করে পুরুষেরা। সাহস করে বলে ফেলুন—আমার সাহায্য দরকার।’

২০১৭ সালে প্রথমবারের মতো উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হন কাইল ম্যাকগিন। গত মেয়াদে তিনি সংসদীয় সচিবের দায়িত্ব পালন করেন। বিদায়ী সপ্তাহেও পার্লামেন্টে আলোচনার জন্ম দেন তিনি। গত মঙ্গলবার দেওয়া শেষ বক্তব্যে তিনি বহুজাতিক আমেরিকান জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের কর ও কর্মসংস্থান নীতির তীব্র সমালোচনা করে বলেন, ‘শেভরন শুধু স্বল্পমেয়াদি মুনাফায় আগ্রহী। তারা আমাদের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছে, অথচ স্থানীয় শ্রমিকদের উন্নয়নে কিছুই করছে না।’

তাঁর এই বক্তব্যে প্রিমিয়ার রজার কুক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘উনি যা বলেছেন তা তাঁর নিজস্ব মত। আমি একমত নই। শেভরন আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ এবং তারা পশ্চিম অস্ট্রেলিয়ার শ্রমিকদের সহযোগিতা করছে।’

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
অশালীন ভঙ্গি দেখে ভেঙে পড়েন সোফি May 23, 2025
img
শেখ হাসিনা সরকারকে ‘দেবদাস’ আখ্যা দিয়ে প্রতীকী মন্তব্য জয়য়ের May 23, 2025
img
দেশ রক্ষায় ডক্টর ইউনূসের প্রতি সাবেক বিসিএস অফিসারদের পূর্ণ সমর্থন May 23, 2025
img
নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অস্থিরতা বাড়ছে : জোনায়েদ সাকি May 23, 2025
img
‘এ অভিজ্ঞতাকে পরবর্তীতে কাজে লাগাতে চাই’, কান থেকে রাজীব May 23, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে জামায়াত May 23, 2025
img
আমার পদবি নিয়ে বাবা-মায়ের দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়ায়: প্রতীক May 23, 2025
img
দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান আজ অস্থিতিশীল : আমিনুল হক May 23, 2025
img
ঐক্যে ফাটলের সুযোগে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে: মাহমুদুর রহমান May 23, 2025
img
বলিউডে কি আর ফিরতে চান পাক নায়িকা মাহিরা? May 23, 2025
img
অর্থ সঞ্চয়ে অপটু আমির, উল্টো চিত্র ক্যাটরিনার May 23, 2025
img
ভারত-পাকিস্তান উভয়ই বাড়াল বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ May 23, 2025
img
এখন ২৯! নিজের বয়স ১১ বছর কমিয়ে ফেললো রোনালদো May 23, 2025
img
খালেদা জিয়া ও তারেক রহমানকে হয়রানির অভিযোগে, সাবেক ৩ দুদক চেয়ারম্যানসহ ৪ জনের নামে মামলা May 23, 2025
img
ইউনূস পদত্যাগ করলে সমস্যা নেই, চুপ্পুর অপসারণে সমস্যা: তারিকুল ইসলাম May 23, 2025
img
ঈদে গণমাধ্যমে ৫ দিন ছুটির দাবি ডিআরইউর May 23, 2025
img
হজ মানেই শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়: শায়খ আহমাদুল্লাহ May 23, 2025
img
কেও বদনাম রটাবে, আর কেও সবটা জেনেও ভালোবাসবে: প্রভা May 23, 2025
img
ব্যাটিংয়ে লাহোর, স্কোয়াডে আছেন সাকিব ও রিশাদ May 23, 2025
img
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫ May 23, 2025