বগুড়ার গাবতলী উপজেলায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা সাইফুল ইসলাম মতিন (৬০) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন।
শুক্রবার (২৩ মে) বিকেলে গাবতলী উপজেলার চকবোচাই বাজারের পশ্চিম পাশে শাহ সুলতান ফিড মিলের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত সাইফুল ইসলাম মতিন গাবতলী উপজেলা সদরের পশ্চিমপাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে।
আহতরা হলেন- সাইফুল ইসলাম মতিনের স্ত্রী রুবি ইসলাম (৫৫), টিপু সুলতান (৪৫) ও আলমগীর হোসেন আলম (৪২)।
স্থানীয়দের বরাত দিয়ে নিহতের নিকটাত্মীয় মোশফিক কাজল জানিয়েছেন, বিকেল অনুমান সোয়া ৫টার দিকে গাবতলী থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশাটি শাহ সুলতান ফিড মিলের সামনে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত পরিচয় ট্রাকটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি। ঘটনাস্থলেই সাইফুল ইসলাম মতিনের মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আহতদের চিকিৎসাসেবা চলছিল।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি থানায় আটক রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া মেনে কাজ চলছে।