কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল আদনান আল রাজীবের ‘আলী’। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে স্বপ্লদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় বিচারকদের ‘স্পেশাল মেনশন’ পেল বাংলাদেশি এই সিনেমাটি।
বাংলাদেশের প্রথম কোনো সিনেমা হিসেবে কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বীকৃতি পেল পরিচালক আদনান আল রাজীবের ‘আলী’।
শনিবার (২৪ মে) কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল ভেন্যু পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘আলী’কে দাঁড়িয়ে স্পেশাল মেনশন দেয়ার কথা জানান এই বিভাগের প্রধান বিচারক জার্মান নির্মাতা মারেন আদে। অতিথি সারিতে বসা নির্মাতা আদনান আল রাজীব এ সময় উঠে দাঁড়ালে সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান।
দেশের চলচ্চিত্রের এমন স্বীকৃতিতে আদনান আল রাজীবসহ পুরো ‘আলী’ টিমকে শুভেচ্ছা জানিয়েছেন বিনোদনের বিভিন্ন অঙ্গনের তারকারা। ঘটনাটিকে বাংলাদেশের জন্য ঐতিহাসিক মনে করছেন শাকিব খান। এ নিয়ে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেয়া হয়েছে। ফটোকার্ড শেয়ার করে শাকিব খানের ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। শাবাশ! আদনান ও টিম “আলী”।’
শাকিব খানের শুভেচ্ছা বার্তার মন্তব্যে আদনান আল রাজীব লিখেছেন, ‘ধন্যবাদ, শাকিব খান, আপনাকে ভালোবাসি।’
‘আলী’ সিনেমাটি কানে প্রদর্শিত হয় গত শুক্রবার। বিশেষ এ স্বীকৃতির পর ফেসবুকে আদনান আল রাজীব লিখেছেন, ‘এটা বাংলাদেশের জন্য। ধন্যবাদ কান চলচ্চিত্র উৎসব।’
পরিচালকের স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘বাংলাদেশ প্রথমবারের মত কান চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার পেল! অভিনন্দন আদন আল রাজীব ও ‘আলী’ টিমকে!’
এবারের কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সর্বোচ্চ পুরস্কার ‘পাম দ’র’ জিতেছে ইজরাইলি নির্মাতা তৌফিক বারহোম পরিচালিত ‘আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ’ সিনেমাটি।
এসএন