ম্যানচেস্টার সিটির সঙ্গে ১০ বছর সম্পর্কের ইতি। এবার নতুন গন্তব্যের খোঁজে কেভিন ডি ব্রুইনা। ইএসপিএন জানাচ্ছে, ইতালিয়ান লিগের নতুন চ্যাম্পিয়ন নাপোলিতে যোগ দিতে পারেন এ বেলজিয়ান মিডফিল্ডার।
রোববার (২৫ মে) ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) শেষ বারের মতো ম্যানচেস্টার সিটির হয়ে মাঠে নামবেন ডি ব্রুইনা। ফুলহামের বিপক্ষে ক্রাভেন কোটেজে শেষ হবে তার এক দশকের সিটি অধ্যায়।
২০১৫ সালে ৭৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে জার্মান ক্লাব উলফবার্গ থেকে সিটিতে যোগ দিয়েছিলেন ডি ব্রুইনা। এরপর ক্লাবটির হয়ে গড়েছেন একের পর এক ইতিহাস। ৬টি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন একাধিক শিরোপা। আগামী জুনে শেষ হচ্ছে তার চুক্তি।
থাকতে চাইলেও ক্লাব জানিয়ে দিয়েছে, ৩৩ বছর বয়সী এ মিডফিল্ডারের সঙ্গে আর চুক্তি নবায়ন করবে না তারা। যার কারণে জুনে এজেন্ট ফ্রি হয়ে যাচ্ছেন ডি ব্রুইনা।
বেলজিয়ান তারকাকে দলে ভেড়াতে ইতোমধ্যে যুক্তরাজ্য, জার্মানি ও যুক্তরাষ্ট্রের একাধিক ক্লাব আগ্রহ দেখিয়েছে। সবচেয়ে বেশি গুঞ্জন উঠেছিল এমএলএসের ক্লাব চিকাগো ফায়ার এফসিকে নিয়ে। এমনকি মেসি-সুয়ারেজদের ইন্টার মায়ামিতেও তার যাওয়ার সম্ভাবনা দেখেছিল অনেকে।
তবে সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানাচ্ছে, সিরি আ’র চ্যাম্পিয়ন নাপোলির সঙ্গে আলোচনা চলছে ডি ব্রুইনার। ইতালিয়ান ক্লাবটির প্রস্তাব গ্রহণ করেছেন তিনি। তবে এখনো কোনো চুক্তি হয়নি। প্রিমিয়ার লিগের চলতি মৌসুম শেষ করে তার পর আনুষ্ঠানিক আলোচনায় বসবেন তিনি।
গোল ডট কম তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বেলজিয়ান তারকার সঙ্গে তিন বছরের চুক্তি করতে পারে নাপোলি। যেখানে প্রথম দুই বছরে ৬ মিলিয়ন ইউরো করে আর শেষ বছরের পারিশ্রমিক ধরা হয়েছে ৫ মিলিয়ন ইউরো।
নাপোলিতে খেলছেন আরেক বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু। জাতীয় দলের সতীর্থের সঙ্গে নতুন যাত্রা শুরু করবেন ডি ব্রুইনা। তবে যুক্তরাষ্ট্রের কাড়ি কাড়ি অর্থের প্রস্তাব একপাশে রেখে তিনি ইতালিয়ান লিগকে বেছে নিয়েছেন পারিবারিক কারণে। এছাড়া ইউরোপের শীর্ষ লিগে আরও কিছু বছর কাটাতে চান নিজেও।
আরএম/এসএন