শনিবার সকালটা দুঃসংবাদ দিয়েই শুরু হয়েছিল বিনোদন জগতের। খবর আসে অভিনেতা মুকুল দেবের আকস্মিক প্রয়াণের। মুম্বইয়ের টেলিভিশন দুনিয়া তো বটেই, পাশাপাশি বাংলা, পাঞ্জাবি ও দক্ষিণী সিনে দুনিয়াতেও পরিচিত মুখ মুকুল দেব। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ টলিউড থেকে বলিউডের একাংশ।
প্রিয় সহকর্মী-বন্ধুর মৃত্যুতে মনখারাপ টলিপাড়ার সুপারস্টার জিতেরও। সোশাল মিডিয়ায় বন্ধু সহকর্মীর চলে যাওয়ার খবরে একটি মন খারাপ করা পোস্ট করেন টলিউডের সুপারস্টার। সেই পোস্টে লেখেন, ‘তোমার চলে যাওয়ার খবরে ভীষণ মন খারাপ আমার। কত ভালো সময়, হাসি মজা, আনন্দ আমরা ভাগ করে নিয়েছি। শুটিং ফ্লোরের সেই মুহূর্তগুলো আমি কখনও ভুলব না। আমি তোমার সঙ্গে কাটানো সেইসব মুহূর্তগুলো সবসময় মনে রাখব। তোমার আত্মার শান্তি কামনা করি।’ হিন্দির পাশাপাশি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও সমানতালে কাজ করেছিলেন মুকুল। জিতের সঙ্গে কাজ করেছিলেন ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান দ্য সেভিয়ার’ ছবিতে। শুটিং ফ্লোরে তোলা সেরকমই এক ছবি জিত ভাগ করে নিয়েছেন সোশাল মিডিয়ায়।
১৯৯৬ সালে টিভি সিরিজ ‘মুমকিন’ -এর হাত ধরে অভিনয়ে হাতেখড়ি মুকুল দেবের। ওই একই বছরে সুস্মিতা সেনের সঙ্গে ‘দস্তক’ ছবিতে কাজের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। কাজ করেছেন ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘সন অফ সর্দার’, ‘জয় হো’, ‘আর রাজকুমার’-এর মতো ছবিতে। বেশ কিছুদিন ধরেই নাকি অসুস্থ ছিলেন অভিনেতা। একাকিত্ব ও অবসাদের মতো বিষয়গুলিও গ্রাস করেছিল নাকি তাঁকে। এরপর আর ফেরা হল না অভিনেতার। মাত্র ৫৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেতা মুকুল দেব।
এসএন